প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Wednesday, January 22, 2025

প্রেমের Rush-লীলা | প্রেম চিরকালীন




বাতায়ন/প্রেমের Rush-লীলা/সম্পাদকীয়/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | সম্পাদকীয়

প্রেম চিরকালীন


"শৈশবে স্বপ্নের ঘোরে দেয়ালা করে, হাসে। তখন থেকেই তার স্বপ্নের জগৎ তৈরি হতে থাকে, সঙ্গে থাকে মা-ঠাকুমার মুখে শোনা নানান কল্পজগতের কাহিনি। যত দিন যায় স্বপ্নের ছবি স্পষ্ট হয়। এর পর সেই ছেলেটি বা মেয়েটি বয়ঃসন্ধিকালে পৌঁছোলে স্বাভাবিক ভাবেই তার মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মায়।"


বিদ্বেষ নয় প্রেমই কাম্য এবং চিরকালীন, সব দেশে সব কালে। যে যা-কিছুই বলুন না কেন সকলেই মনে মনে এ কথা মানেন। স্থান-কাল-পাত্র ভেদে কিছু পরিমার্জন হয় শুধু।

রাধাকৃষ্ণের রাসলীলা। যাঁরা ধর্মপ্রাণ তাঁদের ধর্মবিশ্বাসে এতটুকু আঘাত দেবার অপচেষ্টা আমাদের নেই। তা সত্ত্বেও একটা কথা বলা যায়, যদি কৃষ্ণ ভগবান রূপে সকল পুরুষের মধ্যে বিরাজ করেন তবে নিশ্চিত ভাবেই রাধাও সকল নারীর মধ্যেই বিরাজ করেন। ফলে সকল পুরুষ এবং নারীর মধ্যেই লিঙ্গ ভেদে কৃষ্ণভাব ও রাধাভাব সময় বিশেষে পরিলক্ষিত হয়। তাহলে ‘কৃষ্ণ করলে লীলা আর আমরা করলেই বিলা’ বাক্যের ব্যবহার অবান্তর।

আসলে যখন কোন নারী বা পুরুষ প্রেমে পড়েন (এমনকি একাধিকবার হলেও) সেই নারী বা পুরুষ তার হৃদয়ের সবটুকু দিয়েই ভালবাসেন, সেখানে বলাই বাহুল্য কোন ছলনার আশ্রয় থাকে না। একটি নারী বা পুরুষ শৈশবে স্বপ্নের ঘোরে দেয়ালা করে, হাসে। তখন থেকেই তার স্বপ্নের জগৎ তৈরি হতে থাকে, সঙ্গে থাকে মা-ঠাকুমার মুখে শোনা নানান কল্পজগতের কাহিনি। যত দিন যায় স্বপ্নের ছবি স্পষ্ট হয়। এর পর সেই ছেলেটি বা মেয়েটি বয়ঃসন্ধিকালে পৌঁছোলে স্বাভাবিক ভাবেই তার মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মায়। তারা সুযোগ মতো মেলামেশা করে, আবাল্যের স্বপ্নের সঙ্গে তাদের সঙ্গী বা সঙ্গিনীকে মেলাতে চায়, অধিকাংশ ক্ষেত্রেই তা মেলে না অথবা আংশিক মেলে। তখনই তারা সঙ্গী বা সঙ্গিনী পরিবর্তন করে।
 
ধর্মের আড়ালে কৃষ্ণ মানুষের আদর্শ পুরুষ, মন যেমন চায়। একাধিক গোপিনি কৃষ্ণকে কামনা করলেও তিনি তাদের মনোবাঞ্ছা পূরণ করেন। তাহলে সাধারণ মানুষের গোটা জীবদ্দশায় সঙ্গী বা সঙ্গিনী পরিবর্তন বা প্রেমের অনন্ত ধারা প্রবাহিত হবে না কেন?
 
 

12 comments:

  1. চমৎকার পোস্ট খুব ভালো লাগলো পড়ে

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথJanuary 24, 2025 at 1:02 PM

      আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের মতো একনিষ্ঠ পাঠক আমাদের সম্পদ। সঙ্গে থাকুন।

      Delete
  2. খুব ভাল লিখেছেনঃ সারস্বত শুভেচ্ছা জানাচ্ছি।

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথJanuary 24, 2025 at 1:09 PM

      অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও জানাই সারস্বত শুভেচ্ছা।

      Delete
  3. সঙ্ঘমিত্রাJanuary 23, 2025 at 8:29 PM

    খুব সুন্দর লিখেছেন

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথJanuary 24, 2025 at 1:11 PM

      আন্তরিক ধন্যবাদ আপনাকে।

      Delete
  4. সুন্দর লিখেছেন- জয়িতা

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথJanuary 24, 2025 at 1:48 PM

      তোমাকে অনেক ধন্যবাদ জয়িতা।

      Delete
  5. Replies
    1. অজয় দেবনাথJanuary 25, 2025 at 9:05 AM

      অনেক ধন্যবাদ জয়ন্তদা।

      Delete
  6. মনোজ চ‍্যাটার্জীFebruary 1, 2025 at 9:44 AM

    খুব ভালো লিখেছেন

    ReplyDelete
    Replies
    1. অজয় দেবনাথFebruary 1, 2025 at 12:33 PM

      পড়া এবং মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে মনোজবাবু।

      Delete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)