বাতায়ন/প্রেমের
Rush-লীলা/সম্পাদকীয়/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | সম্পাদকীয়
প্রেম চিরকালীন
"শৈশবে স্বপ্নের ঘোরে দেয়ালা করে, হাসে। তখন থেকেই তার স্বপ্নের জগৎ তৈরি হতে থাকে, সঙ্গে থাকে মা-ঠাকুমার মুখে শোনা নানান কল্পজগতের কাহিনি। যত দিন যায় স্বপ্নের ছবি স্পষ্ট হয়। এর পর সেই ছেলেটি বা মেয়েটি বয়ঃসন্ধিকালে পৌঁছোলে স্বাভাবিক ভাবেই তার মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মায়।"
বিদ্বেষ নয় প্রেমই কাম্য এবং চিরকালীন,
সব দেশে সব কালে। যে যা-কিছুই বলুন না কেন সকলেই মনে মনে এ কথা মানেন। স্থান-কাল-পাত্র
ভেদে কিছু পরিমার্জন হয় শুধু।
রাধাকৃষ্ণের রাসলীলা। যাঁরা ধর্মপ্রাণ
তাঁদের ধর্মবিশ্বাসে এতটুকু আঘাত দেবার অপচেষ্টা আমাদের নেই। তা সত্ত্বেও একটা কথা
বলা যায়, যদি কৃষ্ণ ভগবান রূপে সকল পুরুষের মধ্যে বিরাজ করেন তবে নিশ্চিত ভাবেই রাধাও
সকল নারীর মধ্যেই বিরাজ করেন। ফলে সকল পুরুষ এবং নারীর মধ্যেই লিঙ্গ ভেদে কৃষ্ণভাব
ও রাধাভাব সময় বিশেষে পরিলক্ষিত হয়। তাহলে ‘কৃষ্ণ করলে লীলা আর আমরা করলেই বিলা’ বাক্যের
ব্যবহার
অবান্তর।
চমৎকার পোস্ট খুব ভালো লাগলো পড়ে
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের মতো একনিষ্ঠ পাঠক আমাদের সম্পদ। সঙ্গে থাকুন।
Deleteখুব ভাল লিখেছেনঃ সারস্বত শুভেচ্ছা জানাচ্ছি।
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও জানাই সারস্বত শুভেচ্ছা।
Deleteখুব সুন্দর লিখেছেন
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ আপনাকে।
Deleteসুন্দর লিখেছেন- জয়িতা
ReplyDeleteতোমাকে অনেক ধন্যবাদ জয়িতা।
Deleteভালো বিশ্লেষণ
ReplyDeleteঅনেক ধন্যবাদ জয়ন্তদা।
Deleteখুব ভালো লিখেছেন
ReplyDeleteপড়া এবং মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে মনোজবাবু।
Delete