বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
তুষার
ভট্টাচাৰ্য
মেঘের উড়াল ডানায়
হৃদয়ের ধান
ঘরে এঁকে রাখি আলতা পায়ের চিহ্ন
ফাগুন মেঘের উড়াল ডানায়
উঁকি মারে দোল পূর্ণিমার জোছনা আলোয় ভেজা শ্রীময়ীর মুখ;
ফাগুন মেঘের উড়াল ডানায়
উঁকি মারে দোল পূর্ণিমার জোছনা আলোয় ভেজা শ্রীময়ীর মুখ;
আর তখনই
ভাঙা বুকের ভিতরে
জেগে ওঠে আবীর রঙের ভালবাসা;
বিরহী মন
থেকে মুছে যায়
সমস্ত সংশয় আর
সমাপ্তি চিহ্নের গূঢ় অভিমান।
জেগে ওঠে আবীর রঙের ভালবাসা;
সমস্ত সংশয় আর
সমাপ্তি চিহ্নের গূঢ় অভিমান।
চমৎকার
ReplyDeleteঅপূর্ব
ReplyDelete