বাতায়ন/কবিতা/১ম বর্ষ/২৩তম সংখ্যা/১০ই কার্তিক, ১৪৩০
কবিতা
অজয় দেবনাথ
ছোঁওয়া
তুমি যে ছোঁওয়ার কথা
বলো
তা ছুঁয়েছি আমি বহুকাল
হয়তো জন্মান্তরে কিংবা তারও আগে…
জাতিস্মর নও তুমি, তাই জানতে পারোনি—
তা ছুঁয়েছি আমি বহুকাল
হয়তো জন্মান্তরে কিংবা তারও আগে…
জাতিস্মর নও তুমি, তাই জানতে পারোনি—
তুমি যে ছোঁওয়ার কথা
বলো
তা অনুভব করতে গেলে
জানতে হয় ধ্যান, বাঁধন…
যেতে হয় ইন্দ্রিয়াতীত অলীকলোকে—
যেখানে চাঁদ সূর্যের সঙ্গে কানামাছি খেলে
স্বপ্নেরা ধরা দেয় বাস্তবের হাতে…
তা অনুভব করতে গেলে
জানতে হয় ধ্যান, বাঁধন…
যেতে হয় ইন্দ্রিয়াতীত অলীকলোকে—
যেখানে চাঁদ সূর্যের সঙ্গে কানামাছি খেলে
স্বপ্নেরা ধরা দেয় বাস্তবের হাতে…
ভেবে দেখেছ কোনদিন
আশমান-জমিনে ঠিক কতটা ফারাক
আমি দেখেছি তাকে—
নতজানু হয়ে আকাশ ছুঁয়েছে মাটি, দিগন্তে…
ছুঁতে গেলেই সরে গেছে দূরে
দৌড়ে-ছুটে যতই চেয়েছি যেতে কাছে
ততই সরে গেছে দূরে, দূরে…
দূর থেকে বহু দূরে…
অধরা থেকেছে আমার জাগ্রত স্বপ্ন…
যেন বুঝিয়েছে বারে বারে
‘আমি মাটির থেকে অনেক উঁচু, অনেক বড়
তাই-ই আমি আকাশ, মহাকাশ…
এ তোমার ভ্রম, মরীচিকা
মিথ্যা দৌড়ে পাবে না নাগাল…’
আশমান-জমিনে ঠিক কতটা ফারাক
আমি দেখেছি তাকে—
নতজানু হয়ে আকাশ ছুঁয়েছে মাটি, দিগন্তে…
ছুঁতে গেলেই সরে গেছে দূরে
দৌড়ে-ছুটে যতই চেয়েছি যেতে কাছে
ততই সরে গেছে দূরে, দূরে…
দূর থেকে বহু দূরে…
অধরা থেকেছে আমার জাগ্রত স্বপ্ন…
যেন বুঝিয়েছে বারে বারে
‘আমি মাটির থেকে অনেক উঁচু, অনেক বড়
তাই-ই আমি আকাশ, মহাকাশ…
এ তোমার ভ্রম, মরীচিকা
মিথ্যা দৌড়ে পাবে না নাগাল…’
তবুও অপবাদ দাও তুমি,
রাজেন্দ্রাণী—
ফুলের থেকে পাপড়ি খসে
গেলে
তার আয়ু কতদিন
ফুলও মনে রাখে কি তাকে?
তার আয়ু কতদিন
ফুলও মনে রাখে কি তাকে?
তবুও অপবাদ দাও তুমি!
সামান্য মানুষ আমি
তুমি যদি সত্যিই আকাশের মতো হও
একবার নেমে এসো তবে
নাগালে, মাটির কাছাকাছি
অন্তত একবার তোমার পরশ পাই
সামান্য মানুষ আমি
তুমি যদি সত্যিই আকাশের মতো হও
একবার নেমে এসো তবে
নাগালে, মাটির কাছাকাছি
অন্তত একবার তোমার পরশ পাই
তোমার স্পর্শের কামনায়
জন্মজন্মান্তর ধরে বসে আছি—
জন্মজন্মান্তর ধরে বসে আছি—
খুব সুন্দর অনুভূতি- জয়িতা
ReplyDeleteতোমাকে আন্তরিক ধন্যবাদ জয়িতা।
ReplyDeleteঅজয়দা।
সুন্দর
ReplyDeleteআপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিচয় পেলে ভাল লাগত।
Delete❤️❤️❤️❤️
Delete... !
Deleteতোমার ছোয়াঁ পাওয়া সত্যি খুব কঠিন তবে মন থেকে স্পর্শ করেছি ছুুয়েঁছি যেটা তুমি বোঝনি এতো সুুন্দর লেখা তাই নিজের আজান্জাতেই লিখে ফেললাম অসাধারণ লেখা তোমার❤️❤️❤️❤️অনেক শুভকামনা তোমার জন্য
ReplyDeleteধন্যবাদ আপনাকে কিন্তু কে আপনি?
Deleteআবেগময় উপলব্ধির কবিতা।
ReplyDeleteআপনার পরিচয় পেলে খুশি হতাম।
Delete❤️❤️❤️
Delete... !
Deleteআবেগময় উপলব্ধির কবিতা।
ReplyDeleteপরিচয় পেলে ভাল লাগত।
Deleteঅনুভূতির অনুরণন অক্ষয় আর অপার্থিব।
ReplyDeleteদেবশ্রী রায় দে সরকার
বাহ্ খুব ভাল বললেন। ভাল থাকুন।
Deleteখুব সুন্দর
ReplyDeleteখুব ভালো লাগলো।
পরিচয় পেলে বেশি খুশি হতাম।
DeleteBhalo laglo.
ReplyDeleteপরিচয় দিলে ভাল হয়।
DeleteKhub bhalo laglo apnar kobita.... Mousumi chakraborty.
Deleteআন্তরিক ধন্যবাদ আপনাকে মৌসুমী। খুব ভাল থাকুন আর আরও অনেক লিখুন।
Deleteঅনাবিল মনের কথা কবিতা হয়ে যায়। মন ছুঁয়ে যায়।
ReplyDeleteঅনেক ধন্যবাদ অলকদা। এভাবেই যেন সকলের মন ছুঁয়ে যেতে পারি।
Deleteতোমাকে স্পর্শ করা হয়নি তবে হৃদয় দিয়ে ছুঁয়েছি বহুবার আবার কখনো অঝোর বৃষ্টিতে ভিজিয়েছি আমার হিয়া।সব সুন্দর সব ভালোবাসা কখনো কখনো ছোয়াঁ যায় না শুধু হদয় দিয়ে আনুভব করতে হয়! অনেক শুভকামনা....
ReplyDeleteআপনি কে আমি জানি না তবে এটুকু বলতে পারি এবং বিশ্বাস করি হৃদয়ের ছোঁওয়াটাই প্রকৃত ছোঁওয়া। বলা যায়, তাই এ অনুভব, এ কবিতা।
Deleteঅসাধারণ একটা আবেগ টান গোটা কবিতার সুন্দরকে আরো সুন্দরে পৌঁছে দিয়েছে
ReplyDeleteধন্যবাদ বন্ধু। আপনার পরিচয় পেলে খুব ভাল লাগত।
Deleteঅপূর্ব আবেগী সমাহারে ভালোবাসার উদযাপন,,,,,,,,অনবদ্য উপস্থাপন 🙏🙏
ReplyDelete....... পিন্টু
অসংখ্য ধন্যবাদ জানাই, খুব ভাল থাকুন।
Delete