বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতা/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতা
উদয় মণ্ডল
দাম্পত্যে রাস সুখ
চেনা ও অচেনা পথ রাখা পায় পায়
বহুদূর অতিকাছ ধরা হাতে হাত
ওই সুখ, এই দুখ স্বাদু ও বিস্বাদ
এছাড়া দুই জীবন খুব নিরুপায়।
বহুদূর অতিকাছ ধরা হাতে হাত
ওই সুখ, এই দুখ স্বাদু ও বিস্বাদ
এছাড়া দুই জীবন খুব নিরুপায়।
সাজানো নাটুকে কথা মন হেলাফেলা
কান্নাহাসি জীবনরস মেঘ, রোদ পালা
মান অভিমান পর প্রেম বোধে জ্বালা
এছাড়া দুই জীবন মাঝিহীন ভেলা।
কান্নাহাসি জীবনরস মেঘ, রোদ পালা
মান অভিমান পর প্রেম বোধে জ্বালা
এছাড়া দুই জীবন মাঝিহীন ভেলা।
ভীষণ বিষাদ ভেঙে আদর সোহাগ হাসে
আরাম বাসর ঘর চেনা স্বপ্ন আঁকে
দুজনে দুজন সুখে হৃদয়ের ফাঁকে
এছাড়া দুই জীবন আলুথালু ভাসে।
আরাম বাসর ঘর চেনা স্বপ্ন আঁকে
দুজনে দুজন সুখে হৃদয়ের ফাঁকে
এছাড়া দুই জীবন আলুথালু ভাসে।
দাম্পত্যে রাস সুখ-ই বাঁচার সহায়
এছাড়া দুই জীবন খুব অসহায়।
এছাড়া দুই জীবন খুব অসহায়।
বেশ ভালো হয়েছে
ReplyDeleteধন্যবাদ।
Deleteখুব সুন্দর
ReplyDeleteধন্যবাদ।
Deleteঅপূর্ব ♥️
ReplyDeleteধন্যবাদ।💕
Delete