প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

প্রথম ভালবাসা | অমল চ্যাটার্জী

বাতায়ন/ মাসিক / ছোটগল্প /২য় বর্ষ/২ ৮ তম সংখ্যা/ ২রা ফাল্গুন,   ১৪৩১ অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | ছোটগল্প অমল চ্যাটার্জী   প্রথম ভালবাসা ...

Wednesday, January 22, 2025

একা | কমলকুমার মন্ডল

বাতায়ন/প্রেমের Rush-লীলা/গল্পাণু/২য় বর্ষ/২তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১

প্রেমের Rush-লীলা | গল্পাণু

কমলকুমার মন্ডল

একা


"কলেজ জীবনের প্রতিটি অধ্যায় একটা একটা করে উন্মুক্ত হতে থাকে চোখের সামনে। মিসেস ব্যানার্জি কিছু একটা বলতে চায়। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে শৌনক। ভাসতে থাকে এক মরা নদীর শুকনো বুকে।"


সেদিন হেনা বলেছিল- তোমাকে এক নদী ভালবাসায় ভরিয়ে রাখব। আজ মরমে মরমে উপলব্ধি করে শৌনক। কলেজ ফাঁকি দেওয়া দুপুর গড়িয়ে বিকেলের মিঠে রোদ যেন সবকিছু শুষে নেয় শৌনকের। হেনার অদ্ভুত কল্পনাশক্তির স্বপ্নীল ভেলা আর শরীরি মাদকতায় আসক্ত শৌনক তখন উদ্ভ্রান্ত ভ্রমর
 
কলেজ গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটিতে হেনা। বাঁধনহীন স্বপ্নে বিভোর। আরো উদ্দাম আরো উচ্ছল তার গতি। পিছন ফিরে তাকানোর সময় নেই। শৌনককে কিছুই বুঝতে দেয় না হেনা। রেজাল্ট খারাপ হওয়ায় ইউনিভার্সিটির চৌকাঠ পেরোতে পারেনি শৌনক
 
বেশ কয়েক বছর পরের ঘটনা। বড় কোম্পানিতে চাকরি করে হেনা। কোম্পানির এমডি সৌমাল্য ব্যানার্জির সমাজের বেশ উঁচু তলায় চলাফেরা। সেই সূত্রেই মিসেস ব্যানার্জির বেশ পরিচিতি। ব্যানার্জি এন্ড কোম্পানির একটি বিজ্ঞাপন দেখে সেখানে হাজির হয় শৌনক
 
ইন্টারভিউ বোর্ডের সামনে নির্বাক সে। কলেজ জীবনের প্রতিটি অধ্যায় একটা একটা করে উন্মুক্ত হতে থাকে চোখের সামনে। মিসেস ব্যানার্জি কিছু একটা বলতে চায়। দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে শৌনক। ভাসতে থাকে এক মরা নদীর শুকনো বুকে

সমাপ্ত

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)