বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
উৎপলেন্দু দাস
মায়ার খেলা
ক্লান্ত দিনের শেষে রাত নেমে এলে
আমিও সবার মতো পড়ব ঘুমিয়ে
নিঝুম আকাশে তারারা কথা বলে হেসে
রজনিগন্ধা ব্যস্ত মায়াবী গন্ধ ছড়িয়ে।
আমিও সবার মতো পড়ব ঘুমিয়ে
নিঝুম আকাশে তারারা কথা বলে হেসে
রজনিগন্ধা ব্যস্ত মায়াবী গন্ধ ছড়িয়ে।
কেটে গেল সারাদিন নগরীর দ্বারে দ্বারে
কিংবা দেবতার সুন্দর মনোরম আলয়ে
ভিক্ষার ঝুলি রয়ে গেল খালি
সবাই নির্বাক শুধুই রইলেন তাকিয়ে।
কিংবা দেবতার সুন্দর মনোরম আলয়ে
ভিক্ষার ঝুলি রয়ে গেল খালি
সবাই নির্বাক শুধুই রইলেন তাকিয়ে।
স্বপ্ন ছিল হব শঙ্খচিল কিংবা বলাকা
পদ্মা তিতাসের শান্ত নীল আকাশে
শুয়ে রব নিশ্চিন্তে রাখাল বালকের মতো
ফড়িং লাফানো গাভী-চরা সবুজ ঘাসে।
পদ্মা তিতাসের শান্ত নীল আকাশে
শুয়ে রব নিশ্চিন্তে রাখাল বালকের মতো
ফড়িং লাফানো গাভী-চরা সবুজ ঘাসে।
আবার উঠব জেগে অন্য এক পৃথিবীর ভোরে
কোনও এক দেশে অচেনা মায়ের কোলে
স্মৃতিকণা যত ঘুমিয়ে রবে অঘোরে কালের ঝাঁপিতে
আবার যাত্রা হবে শুরু সবকিছুই পিছনে ফেলে।
কোনও এক দেশে অচেনা মায়ের কোলে
স্মৃতিকণা যত ঘুমিয়ে রবে অঘোরে কালের ঝাঁপিতে
আবার যাত্রা হবে শুরু সবকিছুই পিছনে ফেলে।
অসাধারণ মাযাবী ছবি। বাস্তবের থেকেও বেশী স্বপ্ন। 👏👌💐🙏
ReplyDelete