বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
দেবারতি গুহ সামন্ত
বর্ষারহস্য
শূণ্য থেকে পূর্ণ হওয়ার মুখে,
যখন জানালা দিয়ে গলে না রোদ,
বেয়াড়া বৃষ্টির ছাঁট এসে ভিজিয়ে দেয়,
নাক, চোখ,
ঠোঁট, গাল, চিবুক।
সোঁদা মাটির গন্ধে খারাপ মন নিমেষে ভাল,
এক কাপ কফিমাগে লিপস্টিকের স্পষ্ট দাগ।
ঝিরিঝিরি বৃষ্টি, আলুথালু হাওয়ায়,
খুব খুব মনে পড়ে যায় তার কথা।
ঝকঝকে সকাল যখন,
ঢেকে যায় মুখভার মেঘে,
বড্ড বাজে বুকে,
করুণ সানাইয়ের বিসমিল্লা,
অবশ্যম্ভাবী বিচ্ছেদ কেউ পারে না আটকাতে।
দূরে, বহুদূরে
দুই প্রান্তে দুজন
তাকিয়ে থাকে এক আকাশে,
আকাশ তখন হাসে না রোদের মতো,
কান্না হয়ে ঝরে পড়ে দুজনেরই বন্ধ চোখে,
শহর জুড়ে শোকপালন করে বর্ষার বৃষ্টি!
যখন জানালা দিয়ে গলে না রোদ,
ঝিরিঝিরি বৃষ্টি, আলুথালু হাওয়ায়,
No comments:
Post a Comment