বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
নজর উল ইসলাম
মেঘফুলের ভাষা লিখি
শুধু আকাশ চেয়েছিলাম অবর্ণন সঞ্চারি মন
ভাসানো
পেয়ে যাব সাধনার নীল সব অঙ্কুরের উন্মোচন
সে তো ভাষ্য-প্রতিভাষ্যের মুখর অন্তরা
মিলনের নির্মিত আশ্রয় সহমর্মী অন্তর্লীন দিব্যভূমি
পেয়ে যাব সাধনার নীল সব অঙ্কুরের উন্মোচন
সে তো ভাষ্য-প্রতিভাষ্যের মুখর অন্তরা
মিলনের নির্মিত আশ্রয় সহমর্মী অন্তর্লীন দিব্যভূমি
কেন-না আভূমি আঁকড়ে সৃজনে ভরাট হয় আত্মা
প্রাণ পায় সবুজ স্বীকৃতি— এই তো জীবন
বিরাগ পুষে বিভাজনের দাগ আসে ক্রমশ
জোছনার রং ঘন নিরালায় স্মৃতির অক্ষর ছড়ায়
ভাষায় ফুটে ওঠে অন্তঃকথন নিমজ্জন নীড়ে ফেরে
রকমফের পাখির সারি আদিগন্ত ওড়ে শীতলতায়
মন বলে রঙ্গনের হৃদি-সম্ভোগে মুখোমুখি
এমন উৎসবে মেঘফুলের ভাষা লিখি অগ্নিময়...
প্রাণ পায় সবুজ স্বীকৃতি— এই তো জীবন
ভাষায় ফুটে ওঠে অন্তঃকথন নিমজ্জন নীড়ে ফেরে
মন বলে রঙ্গনের হৃদি-সম্ভোগে মুখোমুখি
এমন উৎসবে মেঘফুলের ভাষা লিখি অগ্নিময়...
No comments:
Post a Comment