বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
পাপিয়া অধিকারী
কথামেঘ
শ্রাবণ দিনে মেঘ জমেছে খুব
চুপকথারা ঝরার অপেক্ষায়
বাদল হাওয়া বইছে দারুণ বেগে
আগল ঠেলার নেই কোনো তার দায়
চুপকথারা ঝরার অপেক্ষায়
বাদল হাওয়া বইছে দারুণ বেগে
আগল ঠেলার নেই কোনো তার দায়
বন্ধ দরজা কড়া নাড়া সুরে জাগে
তবে কি এটাই ঘর ভোলানোর সুর
উৎসুক কান বার বার ভুল করে
ধীরহারা মন অবাক সমুদ্দুর
তবে কি এটাই ঘর ভোলানোর সুর
উৎসুক কান বার বার ভুল করে
ধীরহারা মন অবাক সমুদ্দুর
দূরত্ব রচে তিয়াষ বিলানো বাঁশি
স্তরে স্তরে কথা বাষ্পের ভারানত
পথ আজ ডাকে অঙ্গুলিসংকেতে
কথা আর সুর মেলে নাকো ঠিকমতো
স্তরে স্তরে কথা বাষ্পের ভারানত
পথ আজ ডাকে অঙ্গুলিসংকেতে
কথা আর সুর মেলে নাকো ঠিকমতো
দস্তুরমতো পর্দানশীন তারা
তবুও গেরুয়া রঙেতেই মন ঢাকে
বিবাগী কথারা ঘরছাড়া দিকহারা
হতে চায় শুধু সঠিক সুরের ডাকে
তবুও গেরুয়া রঙেতেই মন ঢাকে
বিবাগী কথারা ঘরছাড়া দিকহারা
হতে চায় শুধু সঠিক সুরের ডাকে
মন জাগানিয়া কোনো সুর পথভুলে
যদি হাত পেতে দ্বারের প্রান্তে ছায়
চুপকথাদের মুক্তি স্রোতের ঢল
আলোক পিয়াসী বর্ষা মেঘে হারায়
যদি হাত পেতে দ্বারের প্রান্তে ছায়
চুপকথাদের মুক্তি স্রোতের ঢল
আলোক পিয়াসী বর্ষা মেঘে হারায়
No comments:
Post a Comment