বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
পারমিতা চ্যাটার্জি
সঙ্গোপন
কত বৃষ্টি জমে আছে শ্রাবণ আকাশে--
একফোঁটা কি পরবে না ঝরে মনের উঠোনে—
কত কথা বলেছিলাম নির্জন শ্রাবণ সন্ধ্যায়
কত কথা এখনও রয়েছে বাকি মনের আঙিনায়—
একফোঁটা কি পরবে না ঝরে মনের উঠোনে—
কত কথা বলেছিলাম নির্জন শ্রাবণ সন্ধ্যায়
কত কথা এখনও রয়েছে বাকি মনের আঙিনায়—
বলেছিলে একদিন মনে কি পড়ে?
আমি নাকি বর্ষার ভেজা জুঁই ফুল—
সুবাসে অধীর করি তোমারই মন—
আজ যেন আমি আর ফুল হয়ে নেই
খুঁজি না মরীচিকায় চাতকের জল—
হারিয়েও যাই না মরীচিকার মায়া জালে—
বৃষ্টিতে ভিজি আমি শ্রাবণের নেশায়—
মনের আবেগে নদীতে জমেছে পলি
জীবন শ্রাবণ থমকে দাঁড়ায় আশায়
একলা জীবনের চৌকাঠে পা দিয়ে—
মন তাও ব্যাকুল আবেগে থরথর—
এখন শ্রাবণ মাস কে যেন বলে—
শ্রাবণের বৃষ্টি ঝরছে অঝোরে—
জলভরা মেঘ ভাসে কি অভিমানে—
মেঘ বলে যায় কানে কানে—
কান পাতো হৃদয়ের গোপন স্তরে—
তুমি তোমারই আছ বৃষ্টিতে ভিজে—
জীবনের গোপন কথা থাক-না সঙ্গোপনে।
সুবাসে অধীর করি তোমারই মন—
আজ যেন আমি আর ফুল হয়ে নেই
খুঁজি না মরীচিকায় চাতকের জল—
মনের আবেগে নদীতে জমেছে পলি
একলা জীবনের চৌকাঠে পা দিয়ে—
মন তাও ব্যাকুল আবেগে থরথর—
এখন শ্রাবণ মাস কে যেন বলে—
শ্রাবণের বৃষ্টি ঝরছে অঝোরে—
মেঘ বলে যায় কানে কানে—
কান পাতো হৃদয়ের গোপন স্তরে—
তুমি তোমারই আছ বৃষ্টিতে ভিজে—
জীবনের গোপন কথা থাক-না সঙ্গোপনে।
No comments:
Post a Comment