বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
কবিতাগুচ্ছ
রাম
বসু
পরামর্শ
অনেক সময় ভাবি;
আমি কে? কোথায় আছি?
অনেক সময় সার্কাসের ভাঁড়ের মতো খেলা দেখাই
আর কেউ হাসছে না দেখে নিজেই হেসে উঠি।
আমি কে? কোথায় আছি?
অনেক সময় সার্কাসের ভাঁড়ের মতো খেলা দেখাই
আর কেউ হাসছে না দেখে নিজেই হেসে উঠি।
কৈশোর যৌবন কেটেছে আকালে দাঙ্গায়
দুচোখ ভ’রে দেখেছি জীবনের সর্বনাশা রূপ
সেই সব দৃশ্য আজ কত ম্লান ব’লে মনে হয়।
দুচোখ ভ’রে দেখেছি জীবনের সর্বনাশা রূপ
সেই সব দৃশ্য আজ কত ম্লান ব’লে মনে হয়।
হাজার হাজার মৃত্যু অনাহার কান্না
কোটি কোটি বিকৃত বিলাপ, বেকারের আত্মরতি
আমাকে স্পর্শ করে না।
কোটি কোটি বিকৃত বিলাপ, বেকারের আত্মরতি
আমাকে স্পর্শ করে না।
বন্দেমাতরমের নামে, ইনকিলাবের নামে, ছা-পোষা জীবনের নামে
শবের উপর দাঁড়িয়ে ফিটফাট বাবু, কূট তর্ক করি
চোখের সামনে খুন ও ধর্ষণ দেখে মুখ ফিরিয়ে নি
কিংবা মন্ত্রির মতো শিঙা বাজিয়ে
ছুটি ভোজসভায় আকাল-নাশক বক্তৃতা দিতে
ভারতে শাশ্বত আত্মা অথবা আধুনিকতার মর্ম বোঝাতে।
শবের উপর দাঁড়িয়ে ফিটফাট বাবু, কূট তর্ক করি
চোখের সামনে খুন ও ধর্ষণ দেখে মুখ ফিরিয়ে নি
কিংবা মন্ত্রির মতো শিঙা বাজিয়ে
ছুটি ভোজসভায় আকাল-নাশক বক্তৃতা দিতে
ভারতে শাশ্বত আত্মা অথবা আধুনিকতার মর্ম বোঝাতে।
কিছুই আমাকে স্পর্শ করে না আর
অনেক সময় ভাবি : আমি কে? কোথায় আছি?
অনেক সময় ভাবি : আমি কে? কোথায় আছি?
এই সব মূল হীন শিকড়ের তুমুল তোলপাড়ে
উলঙ্গ প্রেতের ক্যাবারে নৃত্যে অথবা বোধহীন রেকর্ড-প্লেয়ারের গর্জনে
আমি এতকাল অশুভ পচা মাংস, দানবের নৈবেদ্য হয়ে গেছি।
উলঙ্গ প্রেতের ক্যাবারে নৃত্যে অথবা বোধহীন রেকর্ড-প্লেয়ারের গর্জনে
আমি এতকাল অশুভ পচা মাংস, দানবের নৈবেদ্য হয়ে গেছি।
বন্ধুরা বলে, ও সব ভাবিস নে, পাগল হবি
পাগল হওয়ার চেয়ে শয়তান হওয়া অনেক ভালো।
পাগল হওয়ার চেয়ে শয়তান হওয়া অনেক ভালো।
No comments:
Post a Comment