বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
বৃষ্টি চাইতেই
জমতে জমতে জল বন্যা হল,
স্রোতের মতন জল
ঢুকে এল আমাদের ঘরে।
সংসার তখন ভাসছে
চৌকির উপরে,
ঘর ছেড়ে চলে যাই
আদিগন্ত স্রোতের মাথায়
আমাদের নৌকো ভাসাই।
ঢুকে এল আমাদের ঘরে।
চৌকির উপরে,
আদিগন্ত স্রোতের মাথায়
আমাদের নৌকো ভাসাই।
খুব ভালো লাগলো।এ যেন বৃষ্টিময় জীবনের জলছবি!
ReplyDeleteএ যেন বৃষ্টিময় জীবনের জলছবি! চমৎকার।
ReplyDelete