বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
নজর উল ইসলাম
বৃষ্টিলেখা
রুকুসুকু জীবন বোঝে ইচ্ছেডানায় ফেরা
সব ঋতুরই গন্ধ আছে আগুন লেখায় ঘেরা
বাষ্পসুখে আবহমান অনুসঙ্গের কাতরতায়
মেঘমোহে সে ফুটন্ত মায়া রহস্যে মাতায়
রুকুসুকু চাতক বোঝে অপেক্ষার হরকরা
জিজ্ঞেস করো মাঝিভাইকে হিসেবের গাঁটছড়া
শব্দ কাঁদে মানুষ কাঁদে লুকনো কথার খেলায়
রসেবশে ভেসে যাবে দিব্যি মনমেলায়
সব নিবেদন রাখি তোমার দুঃখ ভরা ঠোঁটে
শিউলি ফোটার উৎসবে বৃষ্টি লিখে রাখে...
সব ঋতুরই গন্ধ আছে আগুন লেখায় ঘেরা
বাষ্পসুখে আবহমান অনুসঙ্গের কাতরতায়
মেঘমোহে সে ফুটন্ত মায়া রহস্যে মাতায়
জিজ্ঞেস করো মাঝিভাইকে হিসেবের গাঁটছড়া
শব্দ কাঁদে মানুষ কাঁদে লুকনো কথার খেলায়
রসেবশে ভেসে যাবে দিব্যি মনমেলায়
শিউলি ফোটার উৎসবে বৃষ্টি লিখে রাখে...
বিশ্ব প্রসাদ ঘোষ, ভালো লেখা।
ReplyDeleteখুব ভালো লাগলো
ReplyDeleteচমৎকার লাগলো তপু রায়।
ReplyDelete