বাতায়ন/ত্রৈসাপ্তাহিক সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র,
১৪৩১
বরষা | কবিতা
বিশ্ব
প্রসাদ ঘোষ
বৃষ্টি তোমার জন্য
তারা আকাশের দিকে তাকায়,
মেঘকে খোঁজে—
না পেলে প্রার্থনা করে
এক পশলা বৃষ্টির জন্য
অথবা মৃদু বসন্তের মতো
উষ্ণতা মাখা ভালবাসার গল্প—
মেঘকে খোঁজে—
না পেলে প্রার্থনা করে
এক পশলা বৃষ্টির জন্য
অথবা মৃদু বসন্তের মতো
উষ্ণতা মাখা ভালবাসার গল্প—
No comments:
Post a Comment