প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Friday, November 8, 2024

একটু ভাবো | জগন্নাথ মহারাজ

বাতায়ন/মাসিক/ছড়া/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | ছড়া

জগন্নাথ মহারাজ

একটু ভাবো


সবার এখন মোটা চামড়া
কানে কথা নিই না
বিবেক বুদ্ধি সবই আছে
লোভে মন রসনা। 
 
তেলোমাথায় তেল ঢালে
রুক্ষ মাথায় বেল
কাকে ফেলে কে উঠবে সিঁড়ি
এটা নতুন খেল। 
 
উলঙ্গ রাজা নাচলে পরে
সবাই দেয় তালি
কেউ বা সাথে কোমর দোলায়
ভরে টাকার থলি। 
 
চলছে চলুক ভালই আছে
সবাই রাজার চেলা
পাগলটা মুখ খুলছে কেন? 
টিপবে সবাই গলা। 
 
মাছমাংস খাচ্ছে সবাই
বলছে আছি সুখে
উল্টো পথে, পাগল হাঁটে
তাই মরছে দুঃখে।
 
পাগল বলে নিজেকে বেচে
খাচ্ছো দুধভাত
ওদের কথায় দাঙ্গা করে
মরছ দিনরাত।
 
দেশকে কত ভালবেসে
ক্ষুদিরাম দিল প্রাণ
দেশটা রসাতলে গেলে
বাড়বে কি সম্মান?
 
দাসত্ব ভাই কোরো নাকো
এটা গণতন্ত্রের দেশ
রাজা চলবে প্রজার কথায়
প্রজার রায়ই শেষ।
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)