বাতায়ন/মাসিক/ছড়া/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী
চট্টোপাধ্যায় সংখ্যা | ছড়া
জগন্নাথ মহারাজ
একটু ভাবো
সবার এখন মোটা চামড়া
কানে কথা নিই না
বিবেক বুদ্ধি সবই আছে
লোভে মন রসনা।
তেলোমাথায় তেল ঢালে
রুক্ষ মাথায় বেল
কাকে ফেলে কে উঠবে সিঁড়ি
এটাই নতুন খেল।
উলঙ্গ রাজা নাচলে পরে
সবাই দেয় তালি
কেউ বা সাথে কোমর দোলায়
ভরে টাকার থলি।
চলছে চলুক ভালই আছে
সবাই রাজার চেলা
পাগলটা মুখ খুলছে কেন?
টিপবে সবাই গলা।
মাছমাংস খাচ্ছে সবাই
বলছে আছি সুখে
উল্টো পথে, পাগল হাঁটে
তাই মরছে দুঃখে।
পাগল বলে নিজেকে বেচে
খাচ্ছো দুধভাত
ওদের কথায় দাঙ্গা করে
মরছ দিনরাত।
দেশকে কত ভালবেসে
ক্ষুদিরাম দিল প্রাণ
দেশটা রসাতলে গেলে
বাড়বে কি সম্মান?
দাসত্ব ভাই কোরো নাকো
এটা গণতন্ত্রের দেশ
রাজা চলবে প্রজার কথায়
প্রজার রায়ই শেষ।
কানে কথা নিই না
লোভে মন রসনা।
রুক্ষ মাথায় বেল
কাকে ফেলে কে উঠবে সিঁড়ি
এটাই নতুন খেল।
সবাই দেয় তালি
কেউ বা সাথে কোমর দোলায়
ভরে টাকার থলি।
সবাই রাজার চেলা
পাগলটা মুখ খুলছে কেন?
টিপবে সবাই গলা।
বলছে আছি সুখে
উল্টো পথে, পাগল হাঁটে
ওদের কথায় দাঙ্গা করে
মরছ দিনরাত।
ক্ষুদিরাম দিল প্রাণ
দেশটা রসাতলে গেলে
বাড়বে কি সম্মান?
প্রজার রায়ই শেষ।
No comments:
Post a Comment