বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
নাসির
ওয়াদেন
ভাদ্র-আশ্বিন
আলতো হাওয়ার স্পর্শে ভাঙা ঘর ছেড়ে
বেরিয়ে আসে ফুলের ঘ্রাণ
প্রজাপতির ডানার রঙে
আশ্বিনের প্রলাপ ধ্বনি, বিধ্বস্ত বালুচর
বেরিয়ে আসে ফুলের ঘ্রাণ
প্রজাপতির ডানার রঙে
আশ্বিনের প্রলাপ ধ্বনি, বিধ্বস্ত বালুচর
আমি চলে গেছি বলে তোমার
জল মাপতে মাঘ মাস লেগে গেল
বৃষ্টি ভেজে চোখের অশ্রুতে
আচমকা নদীর মনে পড়ে
সুতনুদিকে সে কত ভালবাসত!
স্বপ্ন দুদিকেই ছুটে আসে মনে, বাইরে
আশ্বিনের বিভীষিকা তখন গাছের ডালে
দোলা খায় জীবনের, কলহের
অশান্ত মেঘ জানে কীভাবে ঘর গুছাতে হবে
জল মাপতে মাঘ মাস লেগে গেল
বৃষ্টি ভেজে চোখের অশ্রুতে
আচমকা নদীর মনে পড়ে
সুতনুদিকে সে কত ভালবাসত!
স্বপ্ন দুদিকেই ছুটে আসে মনে, বাইরে
আশ্বিনের বিভীষিকা তখন গাছের ডালে
দোলা খায় জীবনের, কলহের
অশান্ত মেঘ জানে কীভাবে ঘর গুছাতে হবে
একটা গুমোট ভালবাসা ডাল বিছিয়ে বসে
আশ্বিন জলভরা যৌবন নিয়ে এ-ঘরে ঢুকবেই।
আত্ম-কাব্যের পান্ডুলিপি
আশ্বিন জলভরা যৌবন নিয়ে এ-ঘরে ঢুকবেই।
আত্ম-কাব্যের পান্ডুলিপি
🥰🥰
ReplyDelete