প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Wednesday, December 11, 2024

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | পারমাণবিক স্মৃতি

বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২২তম সংখ্যা/২শে অগ্রহায়ণ, ১৪৩১

কবিতাগুচ্ছ | মোহন রায়হান | পারমাণবিক স্মৃতি

মোহন রায়হান

পারমাণবিক স্মৃতি


তুমি কী করে আমাকে ভুলে যাবে
ভুলবে আমার প্রেম
জলের ভেতরে
অম্লজান ও উদযানের মতো একদা মিশেছিলাম
আমরা অখণ্ড একপাত্র জলের মতন
ক্ষুরের কাছে থেকে তার ধারকে পৃথক করা
যেমন অসাধ্য মানুষের তেমনিই
অসম্ভব ছিল একদা আমার কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করা।
 
মুছে ফেলতে পারবে এই নাম? পাথরের পাঁজরে খোদিত এই
নাম বুকের গভীর থেকে? এই নামায়ন মুছে নিতে কঁকিয়ে
উঠবে হাড়, খুবলে খুবলে ঝরে পড়বে মাংসের মতো তাজা ইট
তোমার ঘরের পেছন দেয়াল।
 
বিছানায় বাথরুমে কিচেন কিংবা ড্রইংরুমে ছাদে সম্মুখের
উঠোনে ট্যাক্সিতে সিনেমায় চিনে রেস্তোরাঁয় আয়নার সামনে
কসমেটিকসের বাক্সে শরৎচন্দ্রের উজ্জ্বল বাগানে ঠাকুরের গানে
আমার না-ফোটা মনের ভীরু সে কলি ফোটাবে কীভাবে তুমি?
 
তুমি কী করে ভুলে যাবে সেইসব টুকরো টুকরো স্মৃতি
স্বচ্ছ করতোয়া যেভাবে উঠছে দুলে দুলে
তোমার বাড়ির পাশে
তাজমহলের মতো গড়ে উঠেছে যা রক্তে সত্যে হৃদয়ের
তিলে তিলে
সবকিছু তার ভুলেও তুমি আমাকে পারো না ভুলতে সখি।
 
এ জীবন সত্য ছিল স্মৃতি ছিল তুমিও তো ছিলে
একদিন কিশোর-কিশোরী ছিল, হাতে ছিল বিচিত্র লজেন্স
জোছনার মাঠের ফল এসে তুমি দিয়েছিলে উদাসীন
এই উড়নচণ্ডীর হাতে
একদিন ফল ছিল এখন সন্তান তুমি তোল কার কোলে?
 
এখনও নিশ্বাস আছে পৃথিবীতে
বাতাসের স্বরে বাজে সেইসব নীল মাঠ দুপুরের গান
বেদনা আহত পাখি বারবার বলে যায় ওই বুকে আমিও ছিলাম।
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)