বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/২২তম সংখ্যা/২৭শে অগ্রহায়ণ, ১৪৩১
মোহন
রায়হান সংখ্যা | কবিতা
সুচরিতা
চক্রবর্তী
তুমি আমি ও দ্বৈরথ
শীত আসার
শব্দে ভাঙচুর হচ্ছে বাতাস
ভাঙচুর হচ্ছে আরো অনেক অনুভব,
জানলায় এসেছে যে রোদ তাকে ভেবেছি সাদা খাতা
আমি সচরাচর আলো লিখে রাখি বিগত বর্ষার কাছে - আগুনের কাছে
ভাঙচুর হচ্ছে আরো অনেক অনুভব,
জানলায় এসেছে যে রোদ তাকে ভেবেছি সাদা খাতা
আমি সচরাচর আলো লিখে রাখি বিগত বর্ষার কাছে - আগুনের কাছে
পুনরাবৃত্তির
মতো ফিরে ফিরে আসে ইতিহাস
তুমি আমি ও দ্বৈরথ।
পৃথিবীর শত-সহস্র জানলা চাঁদ দেখে খুলে যেতে চায়
ঘরময় ছড়িয়ে পড়তে চায় মূহুর্তের রং।
নিস্তরঙ্গ হিম বাতাস কখনো-সখনো ঢুকে পড়ে সৈনিকের মতো
তুমি তো জানো আমি বরাবর বিপ্লবী
সমস্ত ফুসমন্তর চাপা থাকে ফুলতোলা চাদরে আর বালিশের তলায়।
বাতাস আসুক শীত আসুক জ্যোৎস্না ঢুকে যাক ঘরে
আমিও চুরমার হই শীতকালীন কবিতার বুকে
যদি কথা দাও এ বসন্তে ফোটাবে আলো।
তুমি আমি ও দ্বৈরথ।
পৃথিবীর শত-সহস্র জানলা চাঁদ দেখে খুলে যেতে চায়
ঘরময় ছড়িয়ে পড়তে চায় মূহুর্তের রং।
নিস্তরঙ্গ হিম বাতাস কখনো-সখনো ঢুকে পড়ে সৈনিকের মতো
তুমি তো জানো আমি বরাবর বিপ্লবী
সমস্ত ফুসমন্তর চাপা থাকে ফুলতোলা চাদরে আর বালিশের তলায়।
বাতাস আসুক শীত আসুক জ্যোৎস্না ঢুকে যাক ঘরে
আমিও চুরমার হই শীতকালীন কবিতার বুকে
যদি কথা দাও এ বসন্তে ফোটাবে আলো।
দারুণ
ReplyDeleteপরাণ মাঝি
Unique composition.
ReplyDeleteমনকাড়া
ReplyDeleteপরাণ মাঝি
অসম্ভব সুন্দর একটি কবিতা অথবা সূর্য রঙ।
ReplyDeleteভালো ভালো
ReplyDelete