বাতায়ন/মাসিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
কবিতাগুচ্ছ
| অমরেন্দ্র চক্রবর্তী | দেশ
অমরেন্দ্র চক্রবর্তী
দেশ
অমরেন্দ্র চক্রবর্তী
অনেকের দেশ
থাকে, অনেকেরই
দেশ নেই কোনো।
স্বদেশ পেয়েছি কেউ? সে তো এক স্বপ্নে দেখা ছবি।
তোমার স্বদেশ আছে? নাকি শুধু
স্বপ্নে শোনা সুর!
নাকি দূর অতীতের মতন সুদূর!
হাতে হাত নিয়ে কবে হেঁটেছি দুজনে
সে
যেমন তিন যুগ পর আর মনেই পড়ে না।
দেশ বলো, প্রেম বলো, লোকগান, উপাখ্যান,
কবিতা বা
খুনসুটি কিংবা গভীর চুম্বন,
কিংবদন্তির মতো যদি তা বুকের বাঁদিকে বাসা না-ই বাঁধে,
সমস্তই খোড়ো
চালে আগুনের মতো হাহাকার!
অপূর্ব অভিব্যক্তি
ReplyDelete