বাতায়ন/রং/অনুবাদ কবিতা/২য় বর্ষ/৩২তম
সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | অনুবাদ কবিতা
মঙ্গলেশ
ডবরালের কবিতা ভাষান্তরে ফটিক চৌধুরী
মোবাইল
[কবি
পরিচিতি: জন্ম ১৬ মে,
১৯৪৮, তিহরি
গঢ়বাল, উত্তরাখণ্ড।
হিন্দি ভাষার একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক। 'জনসত্তা', 'হিন্দি
পেট্রিয়ট', 'পূর্বাভাস' প্রভৃতি
পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। "হম যো দেখতে হ্যাঁয়" কাব্যগ্রন্থটি ২০০০
সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পায়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে
কয়েকটি: "পহাড় পর লালটেন", "ঘর করা রাস্তা", "কবি কা
অকেলাপন"। ২০২০ সালের ৯ ডিসেম্বর মাত্র ৭২ বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে
তাঁর মৃত্যু হয়]
মোবাইল
তারা গলায়
পরে সোনার মোটা চেন
কোমরে বাঁধে চওড়া বেল্ট
এবং মোবাইলে কথা বলে।
তারা এক আধো
অন্ধকার আধো আলোর রেস্তোরাঁয় ঢোকে
আর খাবার ও পানীয়ের অর্ডার দেয়।
তারা একে অন্যের গ্লাস ঠেকিয়ে করে থ্রি-চিয়ার্স
এবং মোবাইলে কথা বলে।
তাদের
মোবাইলের রং কালো, আবলুসের
মতো
রুপোলি বা রহস্যময় নীল,
তাদের আকৃতি
চিকন, ছিপছিপে
বা সুডৌল ও আকর্ষণীয়।
তারা তাদের নতুন মোবাইলকে দ্যাখে নতুন প্রেমিকার মতো
এবং তার সাথে কথা বলে।
তারা একে অপরের মোবাইল হাতে নিয়ে খেলে
এবং তার বিশেষত্ব বর্ণনা করে।
তারা আবার
ঢোকে এক আলো-আঁধারি রেস্তোরাঁয়
আরও বেশি খাবার ও পানীয়ের অর্ডার দেয়।
তারা পৃথিবীর এক টুকরো জমি কেনার অর্ডার দেয়
তারা জঙ্গল, পাহাড়, নদী, গাছ
এবং মাটির নীচে থাকা খনিজ কেনার অর্ডার দেয়
এবং মোবাইলে কথা বলে।
তারা খুঁজে
চলে—
কোথায় কত খাবার ও পানীয়
কোথায় কত সম্পদ গড়া যায়।
তারা খুঁজে চলে—
পৃথিবীর কোথায় সস্তা খাবার-পানীয়, কোথায় দামি।
তারা আবার এক আলো-আঁধারি রেস্তোরাঁয় বসে
এবং সস্তা ও দামি খাবার-পানীয়ের অর্ডার দেয়
এবং মোবাইলে কথা বলে।
তারা আবার
তাদের চেন ঠিক করে, বেল্ট
এঁটে নেয়
তারা তাদের মোবাইলকে অস্ত্রের মতো তুলে ধরে
এবং আবার কিছু কেনার অর্ডার দিতে বেরিয়ে পড়ে।
রং | অনুবাদ কবিতা
কোমরে বাঁধে চওড়া বেল্ট
এবং মোবাইলে কথা বলে।
আর খাবার ও পানীয়ের অর্ডার দেয়।
তারা একে অন্যের গ্লাস ঠেকিয়ে করে থ্রি-চিয়ার্স
এবং মোবাইলে কথা বলে।
রুপোলি বা রহস্যময় নীল,
তারা তাদের নতুন মোবাইলকে দ্যাখে নতুন প্রেমিকার মতো
এবং তার সাথে কথা বলে।
তারা একে অপরের মোবাইল হাতে নিয়ে খেলে
এবং তার বিশেষত্ব বর্ণনা করে।
আরও বেশি খাবার ও পানীয়ের অর্ডার দেয়।
তারা পৃথিবীর এক টুকরো জমি কেনার অর্ডার দেয়
তারা জঙ্গল, পাহাড়, নদী, গাছ
এবং মাটির নীচে থাকা খনিজ কেনার অর্ডার দেয়
এবং মোবাইলে কথা বলে।
কোথায় কত খাবার ও পানীয়
কোথায় কত সম্পদ গড়া যায়।
তারা খুঁজে চলে—
পৃথিবীর কোথায় সস্তা খাবার-পানীয়, কোথায় দামি।
তারা আবার এক আলো-আঁধারি রেস্তোরাঁয় বসে
এবং সস্তা ও দামি খাবার-পানীয়ের অর্ডার দেয়
এবং মোবাইলে কথা বলে।
তারা তাদের মোবাইলকে অস্ত্রের মতো তুলে ধরে
এবং আবার কিছু কেনার অর্ডার দিতে বেরিয়ে পড়ে।
No comments:
Post a Comment