প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, April 29, 2023

সমস্যা ও সম্ভাবনা । সুব্রত দে

প্রথম বর্ষ/দ্বিতীয় সংখ্যা/১লা মে, ২০২৩

অন্য চোখে
সুব্রত দে
থিয়েটার থিয়েটার নাট্যদল

সমস্যা ও সম্ভাবনা

না, শুরুটা এত সহজে হয়নি। বর্তমানে এই আর্থ-সামাজিক ব্যবস্থায় বোকাবাক্স আর রূপালী পর্দার হাতছানি এড়িয়ে নতুন ছেলে-মেয়েদের নিয়ে নতুন দল তৈরি করে থিয়েটার করা এখন অসম্ভবই নয়, দুঃস্বপ্ন!

কিন্তু, সৎ প্রচেষ্টা যে বিফলে যায় না, তার প্রমাণও পেলাম। পেয়ে গেলাম আমার মতো ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ বেশ কয়েকজন থিয়েটার মানসিকতার ছেলে-মেয়ে, ও মাঝ-বয়সি কয়েকজন মানুষ! না হলে পাঁচ বছরে পাঁচটি প্রযোজনা নামানো সম্ভব হত না। সম্ভব হয়েছে, নাট্যদলের প্রতিটি সদস্য-সদস্যাদের প্রতিনিয়ত নিরলস অক্লান্ত পরিশ্রম আর থিয়েটারের প্রতি ভালবাসা ও আন্তরিক প্রচেষ্টায়। ভাঁড়ার ঘর শূন্য, অথচ খিদে অপরিসীম! বিজ্ঞানসম্মত ভাবে হাতে-কলমে রুটিন মাফিক নাট্যচর্চার ফলও পেলাম হাতে হাতে।





সময়োপযোগী সঠিক নাটক নির্বাচন ও সঠিক অভিনয় একটা থিয়েটার দলকে অনেকটা এগিয়ে দেয়, দেয় পরিচিতি। চেষ্টা করে হয়তো-বা ভাল একটা নাটক পাওয়া গেল, কিন্তু বর্তমানে প্রযোজনার ব্যয়ভার এমন জায়গায় পৌঁছেছে, বাধ্য হয়েই নাটকটি বন্ধ রাখতে হল। তারপর বড় সমস্যা মঞ্চের অভাব! এত অভাব যদিও-বা  কাটিয়ে ওঠা গেল, কিন্তু হাতে গোনা গুটি কয়েক দর্শক ছাড়া, দর্শক আসন প্রায় ফাঁকাই রয়ে গেল! এ এক ভয়ঙ্কর অবস্থা! না, কোনো টোটকাতেই বোকাবাক্সর কবল থেকে দর্শকদের এখনও হলে টেনে আনা যাচ্ছে না! হয়তো তার জন্য আমরাই দায়ী। দায়ী সময়কে অস্বীকার করে শুধুমাত্র গিমিককে হাতিয়ার করে ভুল নাটক নির্বাচন ও বস্তাপচা ক্লান্তিকর অভিনয়।





মুষ্টিমেয় কিছু চাটুকার নাট্যদল ছাড়া, এক গভীর সংকটের মধ্যে হাবুডুবু খাচ্ছে বেশির ভাগ থিয়েটার দলগুলো।
“আমরা ইঁদুর দৌড় বা দেওয়া-নেওয়া প্রথায় বিশ্বাসী নই।” তাই সুদিনের আশায় আগামী দিনগুলোতে বুক বেঁধে একসঙ্গে লড়াইটা আমরা চালিয়েই যাব। কারণ, থিয়েটারের লড়াইটা বহু যুগ যুগ ধরে চলছে। থিয়েটার আমাদের বেঁচে থাকার অক্সিজেন। সেই অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। থিয়েটার করা ছাড়া আমাদের যে আর কোনো অস্তিত্বই নেই...
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)