প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে

বাতায়ন /কবিতাগুচ্ছ /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে মণিজিঞ্...

Saturday, April 29, 2023

গন্ধ । নীলাঞ্জনা মল্লিক

প্রথম বর্ষ/দ্বিতীয় সংখ্যা/১লা মে, ২০২৩

কবিতা
নীলাঞ্জনা মল্লিক
গন্ধ

সব পোড়া গন্ধ একরকম হয় না

পয়মন্তী জানে—
ভালবাসা পোড়ার গন্ধ
অনেকটা শেষ বসন্তের জুঁইয়ের মতো

বিশ্বাস পুড়লে
ভেজা শ্যাওলার স্যাঁতসেঁতে গন্ধ

সতর্কতা পুড়লে চন্দন ধূপের
আর…

সদ্যস্নাতা মায়ের গন্ধ আসে
স্মৃতি পুড়ে ছারখার হলে

পয়মন্তী প্রদীপশিখাকে আগুন বলে

আগুন লাগে আঁচলে
মেঘলা শান্ত চোখে
কখনও-বা দুপুররোদে খোলা পিঠে ঘুমিয়ে থাকা স্নিগ্ধ সতীত্বে

লোকে বলে আলোয় আলো
বউটা সুলক্ষণা বটে!

টগবগে তেলে ফোড়ন দেওয়ার ঘ্রাণে
বিহ্বল পাড়াপড়শি

শুধু পয়মন্তীই জানে

তার নিপুণ হাতের রান্নার সুবাস
অনেকটা
পোড়া স্বপ্নের মতো

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)