প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, April 29, 2023

গন্ধ । নীলাঞ্জনা মল্লিক

প্রথম বর্ষ/দ্বিতীয় সংখ্যা/১লা মে, ২০২৩

কবিতা
নীলাঞ্জনা মল্লিক
গন্ধ

সব পোড়া গন্ধ একরকম হয় না

পয়মন্তী জানে—
ভালবাসা পোড়ার গন্ধ
অনেকটা শেষ বসন্তের জুঁইয়ের মতো

বিশ্বাস পুড়লে
ভেজা শ্যাওলার স্যাঁতসেঁতে গন্ধ

সতর্কতা পুড়লে চন্দন ধূপের
আর…

সদ্যস্নাতা মায়ের গন্ধ আসে
স্মৃতি পুড়ে ছারখার হলে

পয়মন্তী প্রদীপশিখাকে আগুন বলে

আগুন লাগে আঁচলে
মেঘলা শান্ত চোখে
কখনও-বা দুপুররোদে খোলা পিঠে ঘুমিয়ে থাকা স্নিগ্ধ সতীত্বে

লোকে বলে আলোয় আলো
বউটা সুলক্ষণা বটে!

টগবগে তেলে ফোড়ন দেওয়ার ঘ্রাণে
বিহ্বল পাড়াপড়শি

শুধু পয়মন্তীই জানে

তার নিপুণ হাতের রান্নার সুবাস
অনেকটা
পোড়া স্বপ্নের মতো

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)