প্রথম বর্ষ/দ্বিতীয়
সংখ্যা/১লা মে, ২০২৩
কবিতা
নীলাঞ্জনা মল্লিক
গন্ধ
সব পোড়া গন্ধ একরকম হয়
না
পয়মন্তী জানে—
ভালবাসা পোড়ার গন্ধ
অনেকটা শেষ বসন্তের জুঁইয়ের মতো
বিশ্বাস পুড়লে
ভেজা শ্যাওলার স্যাঁতসেঁতে গন্ধ
সতর্কতা পুড়লে চন্দন
ধূপের
আর…
সদ্যস্নাতা মায়ের গন্ধ
আসে
স্মৃতি পুড়ে ছারখার হলে
পয়মন্তী প্রদীপশিখাকে
আগুন বলে
আগুন লাগে আঁচলে
মেঘলা শান্ত চোখে
কখনও-বা দুপুররোদে খোলা পিঠে ঘুমিয়ে থাকা স্নিগ্ধ সতীত্বে
লোকে বলে আলোয় আলো
বউটা সুলক্ষণা বটে!
টগবগে তেলে ফোড়ন দেওয়ার
ঘ্রাণে
বিহ্বল পাড়াপড়শি
শুধু পয়মন্তীই জানে
তার নিপুণ হাতের
রান্নার সুবাস
অনেকটা
পোড়া স্বপ্নের মতো
ভালবাসা পোড়ার গন্ধ
অনেকটা শেষ বসন্তের জুঁইয়ের মতো
ভেজা শ্যাওলার স্যাঁতসেঁতে গন্ধ
আর…
স্মৃতি পুড়ে ছারখার হলে
মেঘলা শান্ত চোখে
কখনও-বা দুপুররোদে খোলা পিঠে ঘুমিয়ে থাকা স্নিগ্ধ সতীত্বে
বউটা সুলক্ষণা বটে!
বিহ্বল পাড়াপড়শি
অনেকটা
পোড়া স্বপ্নের মতো
No comments:
Post a Comment