প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

বার ঘরে যাই | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প পারমিতা চ্যাটার্জি বার ঘ...

Thursday, August 7, 2025

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে

বাতায়ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | বৃষ্টি তোর সাথে
মণিজিঞ্জির সান্যাল
 
বৃষ্টি তোর সাথে
 

বৃষ্টি যা তুই পালিয়ে যা তোর মায়ের কোলে
     কাল সকালে আবার আসিস শিশির ভোরে
     পুকুর পাড়ে মন বিছানো দুপুরবেলা
     টাপুরটুপুর মেঘলা দুপুর ছোট্টবেলা
     সূর্যমামা অস্তগেছে কোন সে বেলা
                         আমকুড়ানো,
              মন কেমনের সন্ধ্যাবেলা।

 
মন মাতানো মন ভোলানো আদর রে তুই
  ইকিড়-মিকিড় শিশুবেলার সাথি যে তুই
  হাত বাড়ালেই গন্ধরাজের বাগানটি সেই
তা থৈ তা থৈ গানের সাথে নাচবি রে তুই
         মায়ের হাতের খিচুড়ি আর পাঁপড় ভাজা
                       ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি
                                  সারা বেলা।
 
ঝুপুর ঝুপুর এসে গেলি হঠাৎ আবার
            ভিজব আমি ইচ্ছেমতো সুখের হাওয়ায়
            ভিজতে বারণ মায়ের আবার বিরাট শাসন
ভেসে ওঠে অতীত কালের কত কথন
      নাম না জানা বৃষ্টির নাম দিলাম টাপুর,
      টুপুর এসে সঙ্গ দিল
               নিজের মতন।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)