বাতায়ন/কবিতা/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
দৈবকী মণ্ডল
পাওয়া
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা
দৈবকী মণ্ডল
দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু
দুঃখ পাচ্ছি না।
দুঃখ পেলে হয়তো মানুষ খুশি
হত; কিন্তু খুশি করতে পারছি না
এভাবে।
আমার অভাবে এবং স্বভাবে সেরকম
প্রবৃত্তি কখনও জন্মায়নি।
তবে তোমার মতো আমাকে অসৎ হতে
শেখায়নি আমার প্রয়োজন।
প্রিয়জন, পরিজন, প্রয়োজন মুষ্টিমেয় হাতে গোনা কিছু সংখ্যা।
তা হোক, সংখ্যাতত্ত্বের বিচারে আমিত্বের খন্ডন অনর্থক।
দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু দুঃখ…!
বিখ্যাত হওয়ার তাগিদ কার না
থাকে?
তবু মনে হয়, অজয় নদের বালুতে বাউল হওয়াও তো স্বাভাবিক।
আরও কত কী অস্বাভাবিক…
সব যখন ভাবতে থাকে মানুষ- ভাবতে থাকে সমাজ;
পুড়তে থাকে মন?
না। পোড়ার কথা ছিল; দুঃখ পাওয়ার কথা ছিল,
কিন্তু পোড়ে না অন্তঃকরণ।
শুধু উড়তে থাকে ভালবাসা পাখির মতন।
প্রিয়জন, পরিজন, প্রয়োজন মুষ্টিমেয় হাতে গোনা কিছু সংখ্যা।
তা হোক, সংখ্যাতত্ত্বের বিচারে আমিত্বের খন্ডন অনর্থক।
দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু দুঃখ…!
আরও কত কী অস্বাভাবিক…
সব যখন ভাবতে থাকে মানুষ- ভাবতে থাকে সমাজ;
শুধু উড়তে থাকে ভালবাসা পাখির মতন।
No comments:
Post a Comment