প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Saturday, May 27, 2023

বিপথে | পরমেশ্বর গাইন

বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/৭ম সংখ্যা/২৭শে মে, ২০২৩
 
কবিতাণু
পরমেশ্বর গাইন
[তিনটি অণুকবিতা]

বিপথে


না-বলা কথার ভাঁজে ভাঁজে
সলতে পোড়া আগুন
চৈত্র চিতার ছাই ওড়া অভিমানের মেঘ
কালো ছায়ায় নেমে আসে অবিচ্ছেদ্য সম্পর্কে
 
তখন, বেলা শেষে অশ্রু ভেজা বিশ্বাস
অজান্তে সাড়া দেয় রাতের নিশাচর ডাকে…
 
 
বুড়িয়ে যাওয়া অপত্য
 
ভাঙা নৌকার গলুইতে মাঝির দীর্ঘ নিঃশ্বাস
আটকে গেছে কান্না হয়ে
        দরিয়ার ঝোড়ো আলাপন ছাপিয়ে।
 
এ কূল-ও কূল সব কূলে গভীর নীরবতা
মাঝখানে পারের খেয়ায় ধূসর শূন্যতা…
 
চেয়ে আছে অনন্তকাল
দু’পারের নিষ্ঠুর হৃদয়ে।
 
 
সুসময়ে
 
তখন বজ্রধ্বনির অন্তরালে দেখেছিল প্রলয়…
মৃত্যুমুখী রমণীর অচৈতন্য শরীরী ভাষায়
নরকের ছায়া, কান্নার কলরোল যন্ত্রণায়।
 
মেঘ কেটে গেছে কালো ওড়না সরিয়ে
রামধনু চেয়ে আছে প্রেয়সীর চোখে
স্নিগ্ধ ধরণির দিকে…
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)