বাতায়ন/কবিতাণু/১ম বর্ষ/৭ম সংখ্যা/২৭শে মে, ২০২৩
কবিতাণু
পরমেশ্বর গাইন
[তিনটি অণুকবিতা]
বিপথে
না-বলা কথার ভাঁজে ভাঁজে
সলতে পোড়া আগুন
চৈত্র চিতার ছাই ওড়া অভিমানের মেঘ
কালো ছায়ায় নেমে আসে অবিচ্ছেদ্য সম্পর্কে
তখন, বেলা শেষে অশ্রু ভেজা বিশ্বাস
অজান্তে সাড়া দেয় রাতের নিশাচর ডাকে…
বুড়িয়ে
যাওয়া অপত্য
ভাঙা নৌকার গলুইতে মাঝির দীর্ঘ নিঃশ্বাস
আটকে গেছে কান্না হয়ে
দরিয়ার ঝোড়ো আলাপন ছাপিয়ে।
এ কূল-ও কূল সব কূলে গভীর নীরবতা
মাঝখানে পারের খেয়ায় ধূসর শূন্যতা…
চেয়ে আছে অনন্তকাল
দু’পারের নিষ্ঠুর হৃদয়ে।
সুসময়ে
তখন বজ্রধ্বনির অন্তরালে দেখেছিল প্রলয়…
মৃত্যুমুখী রমণীর অচৈতন্য শরীরী ভাষায়
নরকের ছায়া, কান্নার কলরোল যন্ত্রণায়।
মেঘ কেটে গেছে কালো ওড়না সরিয়ে
রামধনু চেয়ে আছে প্রেয়সীর চোখে
স্নিগ্ধ ধরণির দিকে…
সলতে পোড়া আগুন
চৈত্র চিতার ছাই ওড়া অভিমানের মেঘ
কালো ছায়ায় নেমে আসে অবিচ্ছেদ্য সম্পর্কে
অজান্তে সাড়া দেয় রাতের নিশাচর ডাকে…
আটকে গেছে কান্না হয়ে
দরিয়ার ঝোড়ো আলাপন ছাপিয়ে।
মাঝখানে পারের খেয়ায় ধূসর শূন্যতা…
দু’পারের নিষ্ঠুর হৃদয়ে।
মৃত্যুমুখী রমণীর অচৈতন্য শরীরী ভাষায়
নরকের ছায়া, কান্নার কলরোল যন্ত্রণায়।
রামধনু চেয়ে আছে প্রেয়সীর চোখে
স্নিগ্ধ ধরণির দিকে…
No comments:
Post a Comment