বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৭ম সংখ্যা/২৭শে মে, ২০২৩
কবিতা
ভারতী বন্দ্যোপাধ্যায়
চিঠি
আমি এখন বন্ধ রাখছি ফোন
হয়তো তুমি অনেক দূরে কোথাও
ব্যস্ত আছ মগ্ন সারাক্ষণ
আমি এখনো বন্ধ রাখছি ফোন
আমার ঘরে বন্ধ দুয়ার, রাত
অঝোর ধারায় বৃষ্টি যখনতখন
বুকের মধ্যে ভিজছে একা মন
আমি এখন বন্ধ রাখছি ফোন
এখানে এই সবুজ ধানের ক্ষেত
অরণ্যপথ হারায় গহিন জীবন
আকাশ বাজায় দুরন্ত জলনূপুর
আমি এখন বন্ধ রাখছি ফোন
তুমি হয়তো দাওয়ায় মাদুর পেতে
অন্য কারোর সঙ্গে কাটাও প্রহর
আমার ঘরে একলা গোটা শ্রাবণ
আমি এখন বন্ধ রাখছি ফোন।
No comments:
Post a Comment