বাতায়ন/কবিতা/১ম
বর্ষ/৭ম সংখ্যা/২৭শে মে, ২০২৩
কবিতা
মলয় সরকার
বিপন্নতা
বিপন্নতা যত মানুষের—
অন্ধকার গহ্বর থেকে উঠে আসে হায়েনার মতো,
পিচ্ছিল শ্যাওলা মাথা চাড়া দেয়
নিস্তব্ধ রাতে স্বাতী নক্ষত্র থেকে অশ্রু ঝরে পড়ে—
বিপন্নতা যত মানুষের
কাপুরুষ ক্লীবের মতো মাথা নিচু করে
বন্ধ্যা ধূসর জমি অসহায় চোখ তুলে
প্রতিরোধ নিঃসাড়ে লুকায় নীল সমুদ্র তলে…
বিপন্নতা যত মানুষের—
জেগে ওঠো জ্বালামুখী ধূমাবতী হয়ে
জেগে ওঠো আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা নিয়ে
জ্বলে ওঠো দাবানল বাড়বানল হয়ে
কঠিন আকণ্ঠ প্রতিজ্ঞা নিয়ে—
অন্ধকার গহ্বর থেকে উঠে আসে হায়েনার মতো,
পিচ্ছিল শ্যাওলা মাথা চাড়া দেয়
নিস্তব্ধ রাতে স্বাতী নক্ষত্র থেকে অশ্রু ঝরে পড়ে—
কাপুরুষ ক্লীবের মতো মাথা নিচু করে
বন্ধ্যা ধূসর জমি অসহায় চোখ তুলে
প্রতিরোধ নিঃসাড়ে লুকায় নীল সমুদ্র তলে…
জেগে ওঠো জ্বালামুখী ধূমাবতী হয়ে
জেগে ওঠো আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা নিয়ে
জ্বলে ওঠো দাবানল বাড়বানল হয়ে
কঠিন আকণ্ঠ প্রতিজ্ঞা নিয়ে—
ভালো লাগল
ReplyDelete