বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৭ম সংখ্যা/২৭শে মে, ২০২৩
কবিতা
তাজিমুর রহমান
বিষবৃক্ষ
নিখুঁত আয়োজন, তবু সমাহারের ভেতর থেকে
আর এক সমাহার রং বদলায়
বায়ুকোণ থেকে যে বিষণ্ণতা ক্ষণে ক্ষণে
অচল করে সৌন্দর্যের ক্রিয়া— তার জন্য
এক-একদিন হেঁটে ফেরা যায় দীর্ঘপথ
শুধু আকাশ জুড়ে বেজে উঠুক নূপূরধ্বনি...
সময়ের বাঁকে যে সংলাপগুলি আজও অচেনা
তাকে অচিরেই নস্যাৎ করো
না হলে বুকের আদল ভেঙে জন্ম নেবে বিষবৃক্ষ
আর এক সমাহার রং বদলায়
বায়ুকোণ থেকে যে বিষণ্ণতা ক্ষণে ক্ষণে
অচল করে সৌন্দর্যের ক্রিয়া— তার জন্য
এক-একদিন হেঁটে ফেরা যায় দীর্ঘপথ
শুধু আকাশ জুড়ে বেজে উঠুক নূপূরধ্বনি...
তাকে অচিরেই নস্যাৎ করো
না হলে বুকের আদল ভেঙে জন্ম নেবে বিষবৃক্ষ
খুব ভালো লাগল- জয়িতা
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ।
Delete