বাতায়ন/কবিতা/১ম বর্ষ/৬ষ্ঠ
সংখ্যা/২০শে মে, ২০২৩
কবিতা
কৃতিকণা চিনি
ন ম্রিয়তে
চাঁদের আলোয় চোখ পোড়ে -
ওদিকে চাইনে আর।
জ্যোৎস্নার পায়ে পড়ে লুটোপুটি খাওয়ার ঢঙও অসহ্য...
তাই,
সাঁঝের কুলুঙ্গিতে তোমায় জ্বালিয়ে রেখে মন সেঁকি নিত্য।
অলক্ষ্যে গ্রহণ করি তোমার পূজা...
পাড় ভাঙতে ভাঙতে চন্দন হয় গঙ্গামাটি।
আচ্ছন্নতার দ্বৈত শ্যাম-রাই
আজকাল নির্ঘণ্ট বুঝে চোখের পাতার দখল নেয়, বুঝি…
যমুনার স্বাদও যে লোনা—
বোহেমিয়ান আমি
সে কথা টের পাই হাড়ে হাড়ে।
মিলনমেলায় কত বাউল গান শোনাল...
তবু,
দিগ্বলয়ে ‘তোমার’ই খোঁজ রয়ে যাবে যায় আজন্মকাল।
চাঁদের আলোয় চোখ পোড়ে -
ওদিকে চাইনে আর।
জ্যোৎস্নার পায়ে পড়ে লুটোপুটি খাওয়ার ঢঙও অসহ্য...
তাই,
সাঁঝের কুলুঙ্গিতে তোমায় জ্বালিয়ে রেখে মন সেঁকি নিত্য।
অলক্ষ্যে গ্রহণ করি তোমার পূজা...
পাড় ভাঙতে ভাঙতে চন্দন হয় গঙ্গামাটি।
আচ্ছন্নতার দ্বৈত শ্যাম-রাই
আজকাল নির্ঘণ্ট বুঝে চোখের পাতার দখল নেয়, বুঝি…
যমুনার স্বাদও যে লোনা—
বোহেমিয়ান আমি
সে কথা টের পাই হাড়ে হাড়ে।
মিলনমেলায় কত বাউল গান শোনাল...
তবু,
দিগ্বলয়ে ‘তোমার’ই খোঁজ রয়ে যাবে যায় আজন্মকাল।
ভালো লাগল। শুরুটা চমৎকার।
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ 🙏 খুব খুব ভালো থাকুন 🙏
Deleteভালো লাগলো কবিতাটি।
ReplyDeleteধন্যবাদ বন্ধু 🙏 ভালো থাকুন 🙏
Deleteঅসামান্য লেখা। কবিকে নমণ।
ReplyDelete