প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ভিক্ষুক গাছ | তৈমুর খান

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক , ১৪৩১ চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা তৈমুর খান ভিক্ষুক গাছ দু - একটি ভিক্...

Saturday, May 6, 2023

অতিক্রম | অজিতেশ নাগ

প্রথম বর্ষ/তৃতীয় সংখ্যা/সাপ্তাহিকী/৬ই মে, ২০২৩


কবিতা
অজিতেশ নাগ

অতিক্রম

মন্দার সাগরের বুক ঘেঁষে হেঁটে আসছিল এক পথিক।
সমুদ্রের ঠিক বিপরীত দিকে যে জনপদ আছে,
তাতে খাদ্য আছে, পাথুরে ছাদ আছে, বাজার আছে, বেশ্যালয়ও আছে।
একটু আগে পথিক গলা অবধি রসদ ঠুসে বেশ্যালয় ঘুরে সমুদ্রে নেমেছে।
তারও আগে সে প্রাণভরে স্নান করেছে, বেশ করে বনজ লতা ঘষে ঘষে।
ওর সঞ্চিত প্রতিভার খানিকটা বিক্রি করে কাঁধের ঝোলায় পুরেছে।

আমি এপ্রান্তে বসে ওকে দেখতে পাচ্ছি একটা বিন্দুর মতো।
এখনও আমার পায়ের হাঁটু অবধি ডুবে লবনাক্ত জলে।
গত দু’দিন ধরে আমি পান করিনি, খাইনিও; না রক্ত না মাংস।
রোদ পোয়ানোর জন্য ছটফট করেছি মাটির দাওয়ায়।
আমাদের ভুখন্ডে রোদ প্রবেশে মানা আছে,
মানা আছে সমুদ্রের কাছে যাওয়ার। নারীসহবাসে আছে বিতৃষ্ণা।

মন্দার সাগরের অনেকটা পেরিয়ে আসায় এবার স্পষ্ট হল পথিক।
ও জানে না, আমি ওকে খুন করতে চলেছি।
এ যাবৎ গুহাপুরুষের জীবন জড়ো করে পথিকের বুকে প্রোথিত করব।
ওর চোখে চোখ রেখে জানাব ‘বালি পথ পেরিয়ে এসো পথিক’
এপারেও তোমার জন্য ছাদ, খাদ্য, বেশ্যালয়, বাজার সব মজুত আছে।
তারপর আলগোছে ছিনিয়ে নেব ওর কাঁধের ঝোলা আর পা রাখব সমুদ্রে।
ওর কাছে মৃত্যু মানেই আমার জন্য নারী, সুবাস, ঘুম, শান্তি।

এ সাগর একবার একজনই পেরোতে পারে।


4 comments:

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)