প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ঝড় | টিকে থাকার সাধনা

বাতায়ন /ঝড়/ সম্পাদকীয়/ ৩ য় বর্ষ/ ১ ম সংখ্যা/ ১লা বৈশাখ,   ১৪৩ ২ ঝড় | সম্পাদকীয় টিকে থাকার সাধনা "প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন...

Saturday, May 6, 2023

বৈশাখ | ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল


প্রথম বর্ষ/তৃতীয় সংখ্যা/সাপ্তাহিকী/৬ই মে, ২০২৩

কবিতা
ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল

বৈশাখ


প্রখর দৃষ্টি ছড়িয়ে আছে যেখানে
সেখানে বসন্ত এসে বসেছিল।
চাতকের মতো তাকিয়ে দেখছে যে তৃষ্ণা
তার কাছ থেকে
সরে থাকা যায়নি।

বৃষ্টি আসার আগে শুকনো পাতা ছড়িয়েছিল
অভিমানে,
তপ্ত শরীর সে পাতার ছোঁয়ায় আরক্ত।

ঈর্ষিত হয়ে বাতাস সব কটি ঝরাপাতা
উড়িয়ে ফেলেছিল কোথাও,
এসব দেখেও বৃষ্টি সময় নিয়েছিল নামতে।

বজ্রহুংকারে মেঘকে উড়িয়ে
দিতে চেয়েছিল চৈত্র।
মাটির ফাটলে ফাটলে লেখা আছে যে বিরহ
তাপিত হৃদয়ের শত ব্যথায়
মন বলে কাছে ডাক,
যতই রুদ্র হোক,
দহন দিনেও তোমায় ভালবাসি বৈশাখ।


2 comments:

  1. দীপক বেরাMay 10, 2023 at 8:33 PM

    খুব ভালো লাগল, প্রিয় কবিকে শুভেচ্ছা আমার। 🌹

    ReplyDelete
  2. ভালো লাগলো - জয়িতা

    ReplyDelete

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)