প্রথম বর্ষ/তৃতীয়
সংখ্যা/সাপ্তাহিকী/৬ই মে, ২০২৩
কবিতা
ইন্দ্রাণী বিশ্বাস
মণ্ডল
বৈশাখ
সেখানে বসন্ত এসে বসেছিল।
চাতকের মতো তাকিয়ে দেখছে যে তৃষ্ণা
তার কাছ থেকে
সরে থাকা যায়নি।
অভিমানে,
তপ্ত শরীর সে পাতার ছোঁয়ায় আরক্ত।
উড়িয়ে ফেলেছিল কোথাও,
এসব দেখেও বৃষ্টি সময় নিয়েছিল নামতে।
দিতে চেয়েছিল চৈত্র।
মাটির ফাটলে ফাটলে লেখা আছে যে বিরহ
তাপিত হৃদয়ের শত ব্যথায়
মন বলে কাছে ডাক,
যতই রুদ্র হোক,
দহন দিনেও তোমায় ভালবাসি বৈশাখ।
খুব ভালো লাগল, প্রিয় কবিকে শুভেচ্ছা আমার। 🌹
ReplyDeleteভালো লাগলো - জয়িতা
ReplyDelete