বাতায়ন/কবিতা/১ম বর্ষ/১০ম সংখ্যা/১লা আষাঢ়, ১৪৩০
কবিতা
অরুণ কুমার চক্রবর্তী
এসো হে বন্ধু, বন্ধু হই
এসো হে বন্ধু, বন্ধু হই
করো হৃদয়ে বাস
দূরেতে সরিয়ে রাখি
যত সব্বোনাশ
মাথায় একই আকাশ
নিয়ত নিয়ে যাই একই শ্বাস
তবে আর কেন দূরেতে রই
এসো হে বন্ধু, বন্ধু হই
আমরা রয়েছি কাছে কাছে
রক্তে একই রং মিশে আছে
একই আনন্দে হৃদি নাচে
দুজনের কথা দুজনে কই
এসো হে বন্ধু, বন্ধু হই
যা কিছু মেলামেশা
রয়েছে ভালবাসা
এই তো যাওয়া-আসা
মনে মনে শুধু জড়িয়ে রই
এসো হে বন্ধু, বন্ধু হই...
করো হৃদয়ে বাস
দূরেতে সরিয়ে রাখি
যত সব্বোনাশ
নিয়ত নিয়ে যাই একই শ্বাস
তবে আর কেন দূরেতে রই
এসো হে বন্ধু, বন্ধু হই
রক্তে একই রং মিশে আছে
একই আনন্দে হৃদি নাচে
দুজনের কথা দুজনে কই
এসো হে বন্ধু, বন্ধু হই
রয়েছে ভালবাসা
এই তো যাওয়া-আসা
মনে মনে শুধু জড়িয়ে রই
এসো হে বন্ধু, বন্ধু হই...
No comments:
Post a Comment