বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
কবিতাগুচ্ছ
যশোধরা
রায়চৌধুরী
নদীটির ঘাটে
নদীটির ঘাটে বাঁধা তীব্র নৌকাখানি
নৌকার ভিতর রাখা অনুভব মালা
দাঁড় পাওয়া দাঁড় টানা
কুতূহল ভরে
যৌবনের কিছুদিন অনায়াস চলা
ক্রমশ কঠিন হলো এইসব নদী
জলরাশি ক্রমশই আবিল জটিল
ক্রমশই নৌকাটির খোলে ফুটো ফাটা
ক্রমশই ভেসে যায় অসহ্য ভাঁটিতে
জোয়ারের মুখে গেলে আরো জ্বালাতন
কোন দিকে সুখ নেই কাঁটার মুকুট
দিবারাত্রি আয়োজনে নৌকার সংসারে
এখন পাড়েই বাঁধা থাকা ভালো লাগে
নৌকার ভিতর রাখা অনুভব মালা
দাঁড় পাওয়া দাঁড় টানা
কুতূহল ভরে
যৌবনের কিছুদিন অনায়াস চলা
জলরাশি ক্রমশই আবিল জটিল
ক্রমশই নৌকাটির খোলে ফুটো ফাটা
ক্রমশই ভেসে যায় অসহ্য ভাঁটিতে
কোন দিকে সুখ নেই কাঁটার মুকুট
দিবারাত্রি আয়োজনে নৌকার সংসারে
এখন পাড়েই বাঁধা থাকা ভালো লাগে
ভীষন সুন্দর
ReplyDelete