বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
কবিতাগুচ্ছ
যশোধরা
রায়চৌধুরী
চারদিক
চারদিক বেঁধে দিল মন্ত্রপূত এই এক শলা
পরামর্শ এই এক। গভীর গোপন পথ চলা।
তার বাইরে নব নব হেরে যাওয়া আমরা কুটিল
পরামর্শ এই এক। গভীর গোপন পথ চলা।
তার বাইরে নব নব হেরে যাওয়া আমরা কুটিল
দেখেছি অমোঘ টানে
ভেবেছি খুলেছি সব খিল।
আসলে অর্গল আরও আঁট হয়ে বসে থেকে গেল।
আসলে পথিক আরো পথ ভোলাবার খেলা জানে।
ভেবেছি খুলেছি সব খিল।
আসলে পথিক আরো পথ ভোলাবার খেলা জানে।
No comments:
Post a Comment