বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গুচ্ছ-কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
কবিতাগুচ্ছ
যশোধরা
রায়চৌধুরী
দশম
ঝড় এলে দশ দিকে
একদিক বন্ধ করে দিও।
ঘরের দেয়াল শুধু
সেইখানে উঁচু হয়ে ওঠে।
ওইটুকু দোষ তবু থাক
এই পরিসরটিতে
নাহলে ঝড়ের কাছে
সম্পূর্ণ বুক পেতে দিতে?
একদিক বন্ধ করে দিও।
ঘরের দেয়াল শুধু
সেইখানে উঁচু হয়ে ওঠে।
এই পরিসরটিতে
নাহলে ঝড়ের কাছে
সম্পূর্ণ বুক পেতে দিতে?
No comments:
Post a Comment