বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মণিপদ্ম দত্ত
জিরাফ
আর আমি
দহন | কবিতা
মণিপদ্ম দত্ত
জিরাফের মগ্ন স্বরে শব্দ নেই
জিরাফের ধর্মও নেই।
আমার স্বরে মগ্নতা হারালে
বেবাক ধার্মিক হয়ে যাই।
যাই বলি বেশ মন্ত্রের মতো শোনায়।
বেবাক ধার্মিক হয়ে যাই।
যাই বলি বেশ মন্ত্রের মতো শোনায়।
No comments:
Post a Comment