বাতায়ন/দহন/কবিতা/৩য়
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
উৎপলেন্দু দাস
লোকটা
দহন | কবিতা
উৎপলেন্দু দাস
দৌড়াতে দৌড়াতে লোকটা
শ্মশানে চলে গেল একদিন
সাফল্যের
ইট গাঁথতে গাঁথতে গিয়েছিল হাঁপিয়ে
হয়তো
ক্লান্তি করেছিল গ্রাস
হয়তো
বুঝতে পেরেছিল,
লজ্জায়
বলতে পারেনি
কেই বা পিছিয়ে
পড়তে চায় দৌড়ের ময়দানে!
এই তো
ছিল দৃশ্যমান কায়া হেঁটে চলে বেড়ানো
অথচ নাম ছিল যশ ছিল অর্থ ছিল অঢেল
কামনা বাসনার আকাশছোঁয়া প্রাসাদ ছিল
অপরের ঈর্ষা উদ্রেককারী সুখ ছিল,
তারপর হঠাৎ হল একেবারেই অদৃশ্য
সঙ্গে কী নিয়ে যেতে সফল হল শেষমেশ?
লোকটা মনে রাখেনি সব একদিন মিশে যায়
মাটির সাথে জানান না দিয়ে,
চিতার আগুন জ্বলে ধোঁয়ার কুণ্ডলী নিয়ে অহর্নিশি,
চাকা ঘোরাতে ঘোরাতে একদম লেপ্টে চাকা হয়েছিল নিজেই
আর ছেড়ে আসতে পারেনি
পরিণতি মাত্র কয়েক মুঠো ছাই।
অথচ নাম ছিল যশ ছিল অর্থ ছিল অঢেল
কামনা বাসনার আকাশছোঁয়া প্রাসাদ ছিল
অপরের ঈর্ষা উদ্রেককারী সুখ ছিল,
তারপর হঠাৎ হল একেবারেই অদৃশ্য
সঙ্গে কী নিয়ে যেতে সফল হল শেষমেশ?
লোকটা মনে রাখেনি সব একদিন মিশে যায়
মাটির সাথে জানান না দিয়ে,
চিতার আগুন জ্বলে ধোঁয়ার কুণ্ডলী নিয়ে অহর্নিশি,
চাকা ঘোরাতে ঘোরাতে একদম লেপ্টে চাকা হয়েছিল নিজেই
আর ছেড়ে আসতে পারেনি
পরিণতি মাত্র কয়েক মুঠো ছাই।
ব্যস্ততার
মাঝে অত ভাববার সময় ছিল না আসলে
কতদিন হয়নি দেখা নিজের সাথে ছিল না খেয়াল
প্রশ্ন করেনি আয়নাকে আর কী রয়ে গেল বাকি?
কতদিন হয়নি দেখা নিজের সাথে ছিল না খেয়াল
প্রশ্ন করেনি আয়নাকে আর কী রয়ে গেল বাকি?
তাই
জানলো না কি তার কাজ কদিনের চুক্তি,
শুধুই চলে আসা যাওয়া বেগার খাটা
প্রাপ্তি অল্প হাসি আর দহনের অফুরান কান্না।
শুধুই চলে আসা যাওয়া বেগার খাটা
প্রাপ্তি অল্প হাসি আর দহনের অফুরান কান্না।
No comments:
Post a Comment