বাতায়ন/দহন/কবিতা/৩য়
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
অর্ণব সামন্ত
আচমকা
শরৎ
দহন | কবিতা
অর্ণব সামন্ত
আচমকা শরৎ যখন অকালবোধনে ডাকে
দ্রাঘিমা দাঁড়ায় থমকে লাজে
রাঙা, অবাধ্য লাস্যে
লালিত্যে ধুয়ে দেয় সমস্ত
সংস্কার, আদি অকৃত্রিম জাগে
ভুলে যায় সমস্ত জগৎ, কায়া, মায়া, ছায়াপথ
কথার গভীরে কথা ডুবে যায়, ভেসে ওঠে অমল ভাসানে
আবার নির্ভেজাল প্রলয়ে উদ্ভাসিত হয় অবাধ সৃজন
সমস্ত চুরমার করে ঘটে অভূতপূর্ব নির্মাণ
পদ্মপাপড়িগুলি ফুটতে থাকে ক্রমশ আদরে সোহাগে
ঠোঁটে ঠোঁটে অস্ফুট প্রতিজ্ঞা আলোকবর্ষে হেঁটে যায়
হৃদয়ে হৃদয়ে অলকানন্দা কবি ও কবিতা অসহায় ভাসে
প্রাণে প্রাণ ঢেলে প্রাণাধিক মাতে স্বরবর্ণ উচ্চারণে, স্থাপনে
আধফোঁটা অশ্রুশিশির জমা হয় দ্রাঘিমার নয়নে
অক্ষাংশ থাকে না দূরে ওভারল্যাপে শুধু বিদ্যুৎচমক বিদ্যুৎচমক
আচমকা শরৎ এসে দাবি করে, মায়িক সম্পূর্ণ তুচ্ছ
আয় আমরা উৎসের স্রোতে অমায়িক ভাসি
এই মরণে, এই সমাধিতে ডেকে নিই জীবনের চেয়েও বেশি জীবন
শিউলি সাদা ভাতের সুঘ্রাণে ম-ম গেরস্থালি
ওতপ্রোত অভিষিক্ত দ্রাঘিমা অক্ষাংশ ভুলে
এককের গানে মুক্তিবেগের উড়ানে চলে অন্তর্কথন!
আবার নির্ভেজাল প্রলয়ে উদ্ভাসিত হয় অবাধ সৃজন
সমস্ত চুরমার করে ঘটে অভূতপূর্ব নির্মাণ
পদ্মপাপড়িগুলি ফুটতে থাকে ক্রমশ আদরে সোহাগে
ঠোঁটে ঠোঁটে অস্ফুট প্রতিজ্ঞা আলোকবর্ষে হেঁটে যায়
হৃদয়ে হৃদয়ে অলকানন্দা কবি ও কবিতা অসহায় ভাসে
প্রাণে প্রাণ ঢেলে প্রাণাধিক মাতে স্বরবর্ণ উচ্চারণে, স্থাপনে
আধফোঁটা অশ্রুশিশির জমা হয় দ্রাঘিমার নয়নে
অক্ষাংশ থাকে না দূরে ওভারল্যাপে শুধু বিদ্যুৎচমক বিদ্যুৎচমক
আচমকা শরৎ এসে দাবি করে, মায়িক সম্পূর্ণ তুচ্ছ
আয় আমরা উৎসের স্রোতে অমায়িক ভাসি
এই মরণে, এই সমাধিতে ডেকে নিই জীবনের চেয়েও বেশি জীবন
শিউলি সাদা ভাতের সুঘ্রাণে ম-ম গেরস্থালি
ওতপ্রোত অভিষিক্ত দ্রাঘিমা অক্ষাংশ ভুলে
এককের গানে মুক্তিবেগের উড়ানে চলে অন্তর্কথন!
No comments:
Post a Comment