বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বিধাত্রী চট্টোপাধ্যায়
গ্রীষ্ম
কাটা অরণ্য হাহাকার করে কেউ
দেয়নি তো সাড়া
প্রতিশোধে আজ প্রকৃতি তাইতো এমনই লাগামছাড়া।
নিস্তেজ হওয়া পাতা ফুল সব বেদনা জাগানো সুরে
ছায়ার অভাবে শুকিয়ে যাচ্ছে দুরন্ত রোদ্দুরে।
ঝলসে দিচ্ছে হলকা বাতাস, উড়ছে শুকনো ধুলো
নিদারুণ তাপে ক্রমশ গলছে রাস্তার পিচগুলো।
আঁধারের গায়ে ফোস্কা পড়ছে চাঁদ ঝলসানো রাতে
শীতলতাবোধ মুছে গেছে সব উষ্ণ উপেক্ষাতে।
আগুনের জ্বালা সর্বাঙ্গতে
পুড়ে গেল গোটাবিশ্ব
প্রকৃতিচ্যুত ঋতু-উপবনে রয়ে গেল শুধু গ্রীষ্ম।
দহন | কবিতা
বিধাত্রী চট্টোপাধ্যায়
আজ গ্রীষ্মতে
অগ্নিবর্ষা দাবদাহ উদ্দাম
শহর হচ্ছে নাজেহাল আর পুড়ে
ছারখার গ্রাম।
বৃষ্টির দিকে পৃথিবী তাকিয়ে
অস্থির রাতদিন
অসহ্য এ যন্ত্রণা যেন মনে হয়
সীমাহীন।
প্রতিশোধে আজ প্রকৃতি তাইতো এমনই লাগামছাড়া।
নিস্তেজ হওয়া পাতা ফুল সব বেদনা জাগানো সুরে
ছায়ার অভাবে শুকিয়ে যাচ্ছে দুরন্ত রোদ্দুরে।
নিদারুণ তাপে ক্রমশ গলছে রাস্তার পিচগুলো।
আঁধারের গায়ে ফোস্কা পড়ছে চাঁদ ঝলসানো রাতে
শীতলতাবোধ মুছে গেছে সব উষ্ণ উপেক্ষাতে।
প্রকৃতিচ্যুত ঋতু-উপবনে রয়ে গেল শুধু গ্রীষ্ম।
No comments:
Post a Comment