প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ছেলেখেলা | নজর উল ইসলাম

বাতায়ন /কবিতা /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা নজর উল ইসলাম   ছেলেখেলা   পৃ...

Monday, May 19, 2025

গ্রীষ্ম | বিধাত্রী চট্টোপাধ্যায়

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বিধাত্রী চট্টোপাধ্যায়
 
গ্রীষ্ম
 

আজ গ্রীষ্মতে অগ্নিবর্ষা দাবদাহ উদ্দাম
শহর হচ্ছে নাজেহাল আর পুড়ে ছারখার গ্রাম।
বৃষ্টির দিকে পৃথিবী তাকিয়ে অস্থির রাতদিন
অসহ্য এ যন্ত্রণা যেন মনে হয় সীমাহীন।

 
কাটা অরণ্য হাহাকার করে কেউ দেয়নি তো সাড়া
প্রতিশোধে আজ প্রকৃতি তাইতো এমনই লাগামছাড়া।
নিস্তেজ হওয়া পাতা ফুল সব বেদনা জাগানো সুরে
ছায়ার অভাবে শুকিয়ে যাচ্ছে দুরন্ত রোদ্দুরে।
 
ঝলসে দিচ্ছে হলকা বাতাস, উড়ছে শুকনো ধুলো
নিদারুণ তাপে ক্রমশ গলছে রাস্তার পিচগুলো।
আঁধারের গায়ে ফোস্কা পড়ছে চাঁদ ঝলসানো রাতে
শীতলতাবোধ মুছে গেছে সব উষ্ণ উপেক্ষাতে।
 
আগুনের জ্বালা সর্বাঙ্গতে পুড়ে গেল গোটাবিশ্ব
প্রকৃতিচ্যুত ঋতু-উপবনে রয়ে গেল শুধু গ্রীষ্ম।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)