প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

ছেলেখেলা | নজর উল ইসলাম

বাতায়ন /কবিতা /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | কবিতা নজর উল ইসলাম   ছেলেখেলা   পৃ...

Monday, May 19, 2025

উপেক্ষায় উপেক্ষিত | কবিতা সামন্ত

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
কবিতা সামন্ত
 
উপেক্ষায় উপেক্ষিত
 

আঁধারকে উপেক্ষা করে এসেছি এতকাল।

 
বুঝতেই পারিনি
আঁধারের কাছে আমিই চিরকাল উপেক্ষিত।
 
পৃথিবীময় হাওয়ায় মিশে
      তির তির করে ছুটে চলেছে।
 
ঠিক জঙ্গল নয় তবুও জঙ্গলরাজত্বে আমাদের বাস।
 
এখানে কোন হায়না বা নেকড়েকে দেখলে
চিনতেই পারবে না...
ওরা তোমাদেরই মুখের আদলে মুখোশ পরে রয়েছে।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)