বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
মধুপর্ণা বসু
নির্লজ্জ
সুখ
দহন | কবিতা
মধুপর্ণা বসু
প্রত্যহ মরে যাই হাজারবার
জীবনের কাছে
ছলনা মুখের উপর, মুখোশ পুড়ে যায় পাছে।
সুখসর্বস্ব অপদার্থ চলাচল
তবুও মান হুঁশ
ভোটের ছাপ্পা ভুলচুক মাফ
অনুগত দিলখুশ,
কাজকর্মে শয়তানি যত, পরতে পরতে দাগ
মাথা নুয়ে আর কুর্ণিশ ঠুকে মিথ্যের অনুরাগ।
ভুলভ্রান্তি চরম গা-ছাড়া দুমুখো স্তাবকতায়
দুর্নীতি জোরে প্রভুত্ব করা শাসক সহায়তায়।
মাথাটা বিক্রি মূল্য দিচ্ছে শত অনাচারে নতি
জ্বলে ওঠে মন ধিক্কার তবু নেই অগতির গতি।
এ জীবন যেন দিনগত পাপ মনের মধ্যে গ্লানি
সোচ্চার দাবি ইচ্ছেপূরণ চাবুক আঘাত আনি।
আর কতদিন? কবে আর কবে? ভাঙবে সিংহাসন
পাপের ঘড়া পূর্ণ হয়েছে ধ্বংসের বীজ বোন।
ভাবনা শুধুই ইতর করেছে মনের করছে ক্ষয়
বেঁচে থাকা যেন নির্লজ্জ সুখ শতবার মরা হয়।
মাথা নুয়ে আর কুর্ণিশ ঠুকে মিথ্যের অনুরাগ।
ভুলভ্রান্তি চরম গা-ছাড়া দুমুখো স্তাবকতায়
দুর্নীতি জোরে প্রভুত্ব করা শাসক সহায়তায়।
মাথাটা বিক্রি মূল্য দিচ্ছে শত অনাচারে নতি
জ্বলে ওঠে মন ধিক্কার তবু নেই অগতির গতি।
এ জীবন যেন দিনগত পাপ মনের মধ্যে গ্লানি
সোচ্চার দাবি ইচ্ছেপূরণ চাবুক আঘাত আনি।
আর কতদিন? কবে আর কবে? ভাঙবে সিংহাসন
পাপের ঘড়া পূর্ণ হয়েছে ধ্বংসের বীজ বোন।
ভাবনা শুধুই ইতর করেছে মনের করছে ক্ষয়
বেঁচে থাকা যেন নির্লজ্জ সুখ শতবার মরা হয়।
No comments:
Post a Comment