বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
ডঃ বিশ্বজিৎ মজুমদার
একটা
সত্যি ভয়
দহন | কবিতা
ডঃ বিশ্বজিৎ মজুমদার
এমন নয়তো! জলদস্যুর
হাতে
জাহাজ পড়েছে, আশি বৎসর ধরে
এমন নয়তো!
যুগযুগান্ত ব্যবসা–
MULTY PARTY SYSTEM– নাম করে!
এমন নয়তো, আসলে
সবাই জানে
PARALLEL ভাবে অন্য একটা শহর
পার্টি এবং ব্যবসায় মিলেমিশে
সাধারণ লোক— পাচ্ছে না কোন খবর!
এমন তো নয়! পড়াশোনা বাদ দিয়ে
রাজনীতি হবে রোজগার করা পেশা
অন্য সবই— তা থাকবে— যদিও হাল্কা-
শখের জন্য – সময় কাটানো নেশা!
PARALLEL ভাবে অন্য একটা শহর
পার্টি এবং ব্যবসায় মিলেমিশে
সাধারণ লোক— পাচ্ছে না কোন খবর!
এমন তো নয়! পড়াশোনা বাদ দিয়ে
রাজনীতি হবে রোজগার করা পেশা
অন্য সবই— তা থাকবে— যদিও হাল্কা-
শখের জন্য – সময় কাটানো নেশা!
No comments:
Post a Comment