বাতায়ন/দহন/কবিতা/৩য়
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
গোবিন্দ মোদক
বধ্যভূমিতে
একাকী
নীরব বধ্যভূমি! আশ্চর্য
প্রান্তর এ এক!
অবচেতনার আড়ালেও আর এক অর্থচেতনা
ধূমায়িত হয়ে চলেছে চিতাগ্নির সংস্পর্শে...
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্য সবকিছু
পুড়ে খাক হয়ে যাচ্ছে;
শুধু তেজস্ক্রিয় কণার মতো এক
বিন্দু হৃদয়
অন্তিম শয়ানের আনন্দে
বিলীন হতে চাইছে মহাশূন্যে
আর এমনই আশ্চর্য এক বধ্যভূমিতে
একা আমি অপেক্ষা করে আছি
অনাগত হন্তারকের জন্য!
দহন | কবিতা
গোবিন্দ মোদক
ভীষণ এক বধ্যভূমিতে দাঁড়িয়ে
একা আমি
রোদচশমার আড়ালেও স্পষ্ট হয়ে
আছে
আজন্ম কান্নার দাগ, হন্তারক অদৃশ্য হলেও
প্রান্তর জুড়ে তার উপস্থিতি
টের পাওয়া যায়
নিঃশ্বাসের ফোঁসফোঁসানিতে।
মৃত্যুকে চিনে নেওয়ার
অছিলায়
অব্যর্থ শমন পাঠিয়েছে
হন্তারকের কালো হাত,
অবচেতনার আড়ালেও আর এক অর্থচেতনা
ধূমায়িত হয়ে চলেছে চিতাগ্নির সংস্পর্শে...
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্য সবকিছু
পুড়ে খাক হয়ে যাচ্ছে;
অন্তিম শয়ানের আনন্দে
বিলীন হতে চাইছে মহাশূন্যে
আর এমনই আশ্চর্য এক বধ্যভূমিতে
একা আমি অপেক্ষা করে আছি
অনাগত হন্তারকের জন্য!
No comments:
Post a Comment