প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মাতৃত্ব | অর্পিতা সাহা

বাতায়ন /ছোটগল্প /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছোটগল্প অর্পিতা সাহা   মাতৃত্ব ...

Monday, May 19, 2025

বধ্যভূমিতে একাকী | গোবিন্দ মোদক

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
গোবিন্দ মোদক
 
বধ্যভূমিতে একাকী
 

ভীষণ এক বধ্যভূমিতে দাঁড়িয়ে একা আমি
রোদচশমার আড়ালেও স্পষ্ট হয়ে আছে
আজন্ম কান্নার দাগ, হন্তারক অদৃশ্য হলেও
প্রান্তর জুড়ে তার উপস্থিতি টের পাওয়া যায়
নিঃশ্বাসের ফোঁসফোঁসানিতে।
মৃত্যুকে চিনে নেওয়ার অছিলায়
অব্যর্থ শমন পাঠিয়েছে হন্তারকের কালো হাত,
অপেক্ষা করে আছি শেষ চিতাকাঠটির জন্য।

 
নীরব বধ্যভূমি! আশ্চর্য প্রান্তর এ এক!
অবচেতনার আড়ালেও আর এক অর্থচেতনা
ধূমায়িত হয়ে চলেছে চিতাগ্নির সংস্পর্শে...
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ-মাৎসর্য সবকিছু
পুড়ে খাক হয়ে যাচ্ছে;
শুধু তেজস্ক্রিয় কণার মতো এক বিন্দু হৃদয়
অন্তিম শয়ানের আনন্দে
বিলীন হতে চাইছে মহাশূন্যে
আর এমনই আশ্চর্য এক বধ্যভূমিতে
একা আমি অপেক্ষা করে আছি
        অনাগত হন্তারকের জন্য!
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)