প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Monday, May 19, 2025

স্মৃতিবসন্ত | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
স্মৃতিবসন্ত
 

ধরুন একদিন সকালে উঠে দেখলেন আপনার বাড়ির কাছ দিয়ে আপনার প্রিয়তম নদীটি বয়ে
যাচ্ছে। আপনি ছুঁয়ে দেখছেন প্রবাহ, জল, বালি ও পাড়ের ইতিহাস। উজানের পথ দিয়ে ভেসে আসছে গ্রামীণ আর্যাবতের মেঘের টুকরো, নীল আকাশ। নদীটির একাকিত্ব আপনাকে মুহূর্তে আপন করে নিচ্ছে।

 
ধরুন একদিন দুপুরে আপনি দেখলেন আপনার
প্রিয়তম মানুষটি আপনার দরজার কাছে দাঁড়িয়ে আছেন। অপরাহ্ণের আলোয় জ্যোতিষ্ক হয়ে যাচ্ছে আপনার মুখচোখ, প্রকৃতি ও প্রতীতি।
আপনি মুহুর্মুহু প্রাণবন্ত হচ্ছেন আর গৃহপাশ ধুয়ে যাচ্ছে আলোয় আলোয়।
 
ধরুন এক সন্ধ্যায় আপনি দেখলেন আপনার প্রিয়তম পাখিটি ফিরে যাচ্ছে নিজস্ব আলয়ে। তার ডানায় লেখা রয়েছে সুখী উড়ানের হামসফর আকাশযাত্রা। আপনি হাত নেড়ে বিদায় জানালেন, পাখিটিও অদ্ভুত আওয়াজ দিয়ে ফিরে গেল।
 
আপনি ফিরে এলেন একবুক স্মৃতিবসন্তে বাতাস
নিয়ে। পরিপাটি বিছানায় ভর করে আছে আপনার আত্মনিদান। দুচোখ জড়িয়ে আপনার ঘুম আসছে...।
 

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)