বাতায়ন/দহন/কবিতাগুচ্ছ/৩য়
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতাগুচ্ছ | পূর্ণেন্দু পত্রী | ভাঙাভাঙি
পূর্ণেন্দু পত্রী
ভাঙাভাঙি
চুরমার শব্দে পাখি উড়ে গেল
বৃক্ষলতা ছেড়ে
নদী মুখ লুকোলো বালিতে।
এত ভাঙাভাঙি
এত টুকরো টুকরো কাঁচ, রক্তকণা
কুঁচি কুঁচি ছেঁড়া পাপড়ি, পেরেক, আলপিন
আমি একা কুড়োবো কি করে?
[সংগৃহীত; সৌজন্যে— জয়িতা বসাক]
দহন | কবিতাগুচ্ছ | পূর্ণেন্দু পত্রী | ভাঙাভাঙি
পূর্ণেন্দু পত্রী
সে এসে সমস্ত ভেঙে দিয়ে গেল
বিকেল বেলায়।
ইটের পাঁজার মতো থরে থরে
সাজানো সুখের
সাঁচীস্তূপ ভেঙে দিয়ে গেল।
বুকের নিভৃত কোণে স্থাপত্যের
এবং স্থিতির
কোনারক ভেঙে দিয়ে গেল।
নদী মুখ লুকোলো বালিতে।
এত টুকরো টুকরো কাঁচ, রক্তকণা
কুঁচি কুঁচি ছেঁড়া পাপড়ি, পেরেক, আলপিন
আমি একা কুড়োবো কি করে?
No comments:
Post a Comment