প্রাপ্তমনস্কদের পত্রিকা~ নাম নয় মানই বিবেচ্য

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী

  বাতায়ন /যুগলবন্দি /৩য় বর্ষ/১ ৪ তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা / ২৩শে শ্রাবণ , ১৪৩২ মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | যুগলবন্দি |   অজয় দেবনাথ ও  ...

Monday, May 19, 2025

আকন্দ ঝোপের জোনাকি | সুকান্ত মন্ডল

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
সুকান্ত মন্ডল
 
আকন্দ ঝোপের জোনাকি
 

যে পর্যন্ত উঠে গেছে ভাগ্যরেখা হৃদয়রেখাকে স্পর্শ করে।
তুমি বৃহস্পতির মাউন্ডে আছ।
আমি জন্মের সুন্দরবনে হেতালের আখড়ায়
                      শ্বাসমূলে ফসফরাস আঁকছি

 
জ্বরে পুড়ছে জল
ধ্বস নামছে চন্দ্রের মাটিতে
 
আমার পুরানো সুখের দাগগুলো ডুবে যাচ্ছে ঘূর্ণিঝড়ে স্রোতে
আধফালি ডাঙা নিয়ে বসত করছি জল ও জঙ্গলে
বসত করছি বাইশ-হাত নৌকার খিদে নিয়ে
বনের নাভি তলে তাই বার বার ডেকে ওঠে বাঘ।
 
খোলস ছাড়িয়ে নিজেকে প্রস্তুত করছে গোখরো সাপ।
 
ঘাস, মাটি, কাদার উপশম চাইছে আকন্দ ঝোপের জোনাকি।
 

No comments:

Post a Comment

অবকাশ—


Popular Top 10 (Last 7 days)