প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Saturday, May 17, 2025

মো ড় ক | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
গৌতম কুমার গুপ্ত
 
মো ড় ক
 

মোড়কে মোড়কে ঘুরছে আমার ঘুমের শব-বৃত্তান্ত। স্বপ্নের খোলস থেকে ঢুকিয়ে রাখি কলজেয় সাহসিক আগ্নেয়াস্ত্র। ন্যাতানো চোবানো পেশিতে যন্ত্রণা না এলে বুঝতে পারি অনস্তিত্ব।

 
বিন্দুবিসর্গেও উলোট পালটের বাদ্যি বাজায়। ছুটে যায় ঘুমছুট বিকেলের সূর্যাস্ত। সে যখন জীবন দেখে
প্রকৃতির ফ্যাকাশে মার্কা রঙে অনুভব করে বাতিল বারান্দার ভঙুর কার্নিশ।
 
ছায়াতে বিহ্বল হয় একটা গোটা শরীরের নালন্দা। মনপ্রাণের ধ্বস্ত অবকাশের মহেঞ্জেদড়ো। নিঃসীম
এক হলুদ জ্যোৎস্নার কাহিনি বিব্রত করে রাখে সারাক্ষণ।
 
শরীরের গান বেতাল হলে পিয়োনো দুঃখ করে।
শব শবই থেকে যায়। পুড়ে পুড়ে ছারখার। একশা। দ্বিধায় ফুটে ওঠে আগামীটা হবে কি না সজনে গাছের কচি পাতায়।
 

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)