বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
সীমা ব্যানার্জ্জী-রায়
দহন
মালা
দহন | কবিতা
সীমা ব্যানার্জ্জী-রায়
দুখের মালা? হায় অভাগী, আগুনফুলের মালা
কোথায় পেলি বলতো দেখি এত দহন
জ্বালা?
ব্যথার স্মৃতি নিয়ে কি তোর
শুধুই বেঁচে থাকা
লুকিয়ে রাখিস হৃদয়ে বুঝি পুরোনো ছবি আঁকা!
মনে হয় তোর মনের ব্যথা মনেই ধরে রাখি
কিছুটা তোর জ্বালা নিয়েই ভীষণ ভালো থাকি
কিন্তু, ভয়ে কেঁপে ওঠে বুকের দিগ্বিদিক
প্রবল ঝড়ের মুখে যেন ভয়ার্ত নাবিক
নিজেকে সান্ত্বনা দিই, দূর-লক্ষ্যে উন্মুখ
অন্ধচোখে ছুঁয়ে থাকে কিছুটা ভুলচুক
যদি কোনদিন ভুলে যাস তোর আপনস্বরূপ
রুগ্ন ধূসর জ্যোৎস্না যদি করেই থাকে চুপ
এ শরীর, মন, উদাস দু-চোখ, ভাবিস যদি কার
তোর হৃদয়ে উঠবে দেখিস অচেনা ঝংকার
তোকেই ঢেলে দিয়েছিলাম প্রেমের বর্ষা ঋতু
এখন বুকে শুধুই জ্বালা, রৌদ্র দহন হেতু
বাঁধবি সেতু কখনও তাতে
বলতো আবার
সব ছেড়ে দিয়ে ছুঁয়ে যাবি মন-দরিয়া অপার?
লুকিয়ে রাখিস হৃদয়ে বুঝি পুরোনো ছবি আঁকা!
মনে হয় তোর মনের ব্যথা মনেই ধরে রাখি
কিছুটা তোর জ্বালা নিয়েই ভীষণ ভালো থাকি
কিন্তু, ভয়ে কেঁপে ওঠে বুকের দিগ্বিদিক
প্রবল ঝড়ের মুখে যেন ভয়ার্ত নাবিক
নিজেকে সান্ত্বনা দিই, দূর-লক্ষ্যে উন্মুখ
অন্ধচোখে ছুঁয়ে থাকে কিছুটা ভুলচুক
যদি কোনদিন ভুলে যাস তোর আপনস্বরূপ
রুগ্ন ধূসর জ্যোৎস্না যদি করেই থাকে চুপ
এ শরীর, মন, উদাস দু-চোখ, ভাবিস যদি কার
তোর হৃদয়ে উঠবে দেখিস অচেনা ঝংকার
তোকেই ঢেলে দিয়েছিলাম প্রেমের বর্ষা ঋতু
এখন বুকে শুধুই জ্বালা, রৌদ্র দহন হেতু
বাঁধবি সেতু কখনও তাতে
বলতো আবার
সব ছেড়ে দিয়ে ছুঁয়ে যাবি মন-দরিয়া অপার?
No comments:
Post a Comment