বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
দহন
দহন | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
মনের ভিতর জমিয়ে রাখা দুঃখ
যত
বুকের মাঝে লুকিয়ে থাকা গভীর
ক্ষত,
স্মৃতির গলায় অশ্রুজলের
মুক্তো-মালা,
কষ্টগুলো লুকিয়ে রেখেই মানুষ
বাঁচে,
মনের কথা যায় কি বলা সবার
কাছে?
এমন মানুষ, বলতে যাকে হয়না কথা—
বলার আগেই যায় বুঝে সে মনের ব্যথা,
দুঃখগুলো ভুলিয়ে দিতে যে'জন পারে,
ঝড়ের মতোই দাঁড়ায় এসে মনের
দ্বারে।
যার আকাশে বন্ধ মনের জানলা খোলে,
হাসিতে তার এ-মন শত দুঃখ ভোলে,
যার ছোঁয়াতে মনের দহন শান্ত
হবে—
পরশপাথর মিলবে এমন কোথায়, কবে?
খুঁজছি আমি চারদিকে আজ শুধুই
তাকে,
ছায়ার মতো সবখানে যে সঙ্গে
থাকে।
বলার আগেই যায় বুঝে সে মনের ব্যথা,
যার আকাশে বন্ধ মনের জানলা খোলে,
পরশপাথর মিলবে এমন কোথায়, কবে?
No comments:
Post a Comment