প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Monday, May 19, 2025

দহন— ২ | উজ্জ্বল পায়রা

বাতায়ন/দহন/কবিতাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতাণু
উজ্জ্বল পায়রা
 
দহন— ২
 
এক
 

পৃথিবীর ত্বক পুড়ে পুড়ে যাচ্ছে
ভেতরে বরফকুচির স্তর
চুঁয়ে চুঁয়ে লীনতাপ শীর্ণ জ্বর এখন
এই বৈশাখের মর্মে এ কোন্ আশ্চর্য হালখাতা...!

 
 
দুই
 
সভ্যতা পুড়ছে...
 
পোড়া কাঠের আঙরা থেকে
চুঁইয়ে পড়েছে স্নেহ পদার্থ...
 
হৃদয়ের আর্তনাদ
স্তব্ধতা বিনিময় করছে...
 
 
তিন
 
উত্তাপী জড়তার বৈকল্যে বৈশাখ আচ্ছন্ন
একপ্রকার দগ্ধতা পোড়ায় কচি পাতাদের
তোমার শরীরের চামড়ার নিচে
রক্তকণিকারা উত্তেজিত হয়...
 
চার
 
নীরবতার গভীরতা বাড়লে
শব্দেরা বুকের ভেতর কলভাষ হয়...
 
গান গাইতে ভুলে যাওয়া পাখি জানে
হৃদপিন্ডে তার কীসের তীব্রতা...

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)