বাতায়ন/দহন/কবিতাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতাণু
উজ্জ্বল পায়রা
দহন— ২
এক
দুই
সভ্যতা পুড়ছে...
পোড়া কাঠের আঙরা থেকে
চুঁইয়ে পড়েছে স্নেহ পদার্থ...
হৃদয়ের আর্তনাদ
স্তব্ধতা বিনিময় করছে...
তিন
উত্তাপী জড়তার বৈকল্যে বৈশাখ
আচ্ছন্ন
একপ্রকার দগ্ধতা পোড়ায় কচি পাতাদের
তোমার শরীরের চামড়ার নিচে
রক্তকণিকারা উত্তেজিত হয়...
চার
নীরবতার গভীরতা বাড়লে
শব্দেরা বুকের ভেতর কলভাষ হয়...
গান গাইতে ভুলে যাওয়া পাখি
জানে
হৃদপিন্ডে তার কীসের তীব্রতা...
দহন | কবিতাণু
উজ্জ্বল পায়রা
পৃথিবীর ত্বক পুড়ে পুড়ে
যাচ্ছে
ভেতরে বরফকুচির স্তর
চুঁয়ে চুঁয়ে লীনতাপ শীর্ণ
জ্বর এখন
এই বৈশাখের মর্মে এ কোন্
আশ্চর্য হালখাতা...!
পোড়া কাঠের আঙরা থেকে
চুঁইয়ে পড়েছে স্নেহ পদার্থ...
হৃদয়ের আর্তনাদ
স্তব্ধতা বিনিময় করছে...
একপ্রকার দগ্ধতা পোড়ায় কচি পাতাদের
তোমার শরীরের চামড়ার নিচে
রক্তকণিকারা উত্তেজিত হয়...
শব্দেরা বুকের ভেতর কলভাষ হয়...
হৃদপিন্ডে তার কীসের তীব্রতা...
No comments:
Post a Comment